Rishabh Pant

প্রাণ বাঁচানোর পুরস্কার! মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা দুই যুবককে কী উপহার পন্থের

গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ঋষভ পন্থ। সঠিক সময়ে তাঁকে রক্ষা করেছিলেন দুই যুবক। তাঁদের দু’টি স্কুটার উপহার দিয়েছেন ভারতীয় ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ২২:১৪
Share:

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

বাড়ি ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ঋষভ পন্থ। সঠিক সময়ে তাঁকে গাড়ি থেকে বার করে হাসপাতালে না নিয়ে গেলে প্রাণসংশয় হতে পারত তাঁর। পন্থকে রক্ষা করেছিলেন দুই যুবক। তাঁদের দু’টি স্কুটার উপহার দিয়েছেন ভারতীয় ক্রিকেটার।

Advertisement

পন্থকে উদ্ধার করেছিলেন রজত কুমার ও নিশু কুমার নামের দুই যুবক। দুর্ঘটনার পরে পন্থের গাড়িতে আগুন ধরে গিয়েছিল। তার মধ্যেই রজত ও নিশু গাড়ির কাচ ভেঙে পন্থকে বার করেন। তাঁরাই ক্রিকেটারকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন পন্থকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন তাঁরা।

রজত ও নিশুকে দু’টি স্কুটার উপহার দিয়েছেন পন্থ। সমাজমাধ্যমে তাঁদের সেই স্কুটার চালানোর ভিডিয়ো ভাইরাল। দুই যুবককে ধন্যবাদও জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার। সমাজমাধ্যমে পন্থ লেখেন, “আমি হয়তো প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জানাতে পারছি না, কিন্তু দু’জনের কথা আমি বলতে চাই। দুর্ঘটনার পর ওঁরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। রজত ও নিশুকে ধন্যবাদ। আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।”

Advertisement

২০২২ সালের ৩০ ডিসেম্বর দুর্ঘটনা হয়েছিল পন্থের। তার পর ১৪ মাস ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। দু’বার অস্ত্রোপচার হয় পন্থের। তিনি যে আবার ক্রিকেট খেলতে পারবেন সেটাই অনেকে ভাবতে পারেননি। কিন্তু পন্থ ফিরেছেন। গত বার আইপিএলে খেলা শুরু করেন তিনি। তার পরে জাতীয় দলেও খেলছেন। এখন অস্ট্রেলিয়ায় ভারতের হয়ে খেলছেন এই উইকেটরক্ষক ব্যাটার। দুর্ঘটনার পর দু’বছর কেটে গেলেও রজত ও নিশুকে ভোলেননি পন্থ। তাঁদের উপহার দিয়েছেন ভারতীয় ক্রিকেটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement