রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।
আন্তর্জাতিক ক্রিকেটে রবিবার এক বছর পূর্ণ করলেন রিঙ্কু সিংহ। যা নিয়ে সমাজমাধ্যমে বিশেষ বার্তাও দিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেরা ক্রিকেটার।
প্রসঙ্গত গত বছর আইপিএলে গুজরাত টাইটানসের যশ দয়ালকে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে পাদপ্রদীপের আলোয় চলে আসেন উত্তরপ্রদেশের রিঙ্কু। শুধু তাই নয়, সেই আইপিএলে কেকেআরের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন ২৭ বছরের ব্যাটসম্যান। ১৪ ম্যাচে ৪৭৪ রান আসে রিঙ্কুর ব্যাটে। ফলশ্রুতি হিসেবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ডাক পান। দ্বিতীয় ম্যাচে ঝোড়ো ৩৮ রানের ইনিংসও খেলেন। চলতি বছরেও কেকেআর-এ গৌতম গম্ভীরের কোচিংয়ে নিজেকে উজ্জ্বল ভাবে মেলে ধরেছিলেন। দলের ট্রফি খরা কাটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজ়ার্ভ স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলেননি।
ইনস্টাগ্রামে রিঙ্কু লেখেন, “এক বছর আগে আমার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছিল। ভারতের জার্সিতে কাটানো প্রত্যেকটি মুহূর্তই আমার কাছে গর্বের।”