Mohammed Shami

শামির জবাব! ভারতীয় বোলারদের কাঠগড়ায় তোলা পাক ক্রিকেটারকে একহাত নিলেন পেসার

বিশ্বকাপ চলাকালীন ভারতীয় বোলারদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছিলেন পাকিস্তানের ক্রিকেটার। সেই ক্রিকেটারকে এ বার একহাত নিলেন মহম্মদ শামি। সব প্রশ্নের জবাব দিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৪
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র

বিশ্বকাপে ফাইনালের আগে পর্যন্ত দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় বোলারেরা। প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে দাঁড়াতে দিচ্ছিলেন না তাঁরা। সেই সময় মহম্মদ শামি, যশপ্রীত বুমরাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা। আইসিসির বিরুদ্ধেও অভিযোগ ছিল তাঁর। তারই জবাব এ বার দিলেন শামি।

Advertisement

হাসানের অভিযোগ ছিল, ভারতীয় বোলারদের বিশেষ বল দেওয়া হচ্ছে। তাতে যন্ত্র লাগানো আছে। ফলে বাকি দেশের বোলারেরা সুইং না পেলেও ভারতীয় বোলারেরা অতিরিক্ত সুইং পাচ্ছেন। এমনকি ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)-এর ক্ষেত্রেও ভারতীয় বোলারদের সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। তার জবাবে শামি বলেন, ‘‘বলে কি কোনও যন্ত্র লাগানো যায়? আমি যখন এই কথা শুনেছিলাম তখন অবাক হয়েছিলাম। ভেবেছিলাম, কেউ কী ভাবে এ কথা বলতে পারে। আমি হাসি চেপে রাখতে পারিনি।’’

কোন বলে খেলা হবে তা কোনও বোলার ঠিক করেন না। দু’দলের অধিনায়ক ঠিক করেন। আর সেটা আগে থেকেই ঠিক হয়ে থাকে। আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোনও ক্রিকেটারের সেটা জানা উচিত বলে মনে করেন শামি। তাঁর কথায়, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোনও ক্রিকেটার কী ভাবে এ কথা বলতে পারে? কোন বলে খেলা হবে সেটা তো আর আমরা ঠিক করি না। কী ভাবে একটা বলের মধ্যে যন্ত্র ঢোকানো যায় সেটাই তো মাথায় আসছে না।’’

Advertisement

একটি ভিডিয়ো করে হাসানের অভিযোগ উড়িয়ে দেবেন বলে ভেবেছিলেন শামি। কিন্তু শেষ পর্যন্ত তা করেননি তিনি। বিশ্বকাপে সর্বাধিক উইকেটের মালিক বলেন, ‘‘আমি ভেবেছিলাম একটা ভিডিয়ো করব। সেখানে বল ফাটিয়ে দেখাব যে ভিতরে কিছু রাখা যায় না। কিন্তু তেমন করলে প্রচণ্ড বিতর্ক হত। সেই কারণে করিনি।’’

শামির আগে অবশ্য পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম সমালোচনা করেছিলেন হাসানের। তিনি জানিয়েছিলেন, এই ধরনের কথা বলে পাকিস্তান ক্রিকেটকে হাসির পাত্র করে তুলছেন হাসান। তাঁর নিজের চিন্তাভাবনা নিজের কাছে রাখার পরামর্শ দিয়েছিলেন আক্রম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement