হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র
দু’বছর পরে আবার ‘ঘরে’ ফেরার জল্পনা ছিল হার্দিক পাণ্ড্যের। কিন্তু চলতি বছর আইপিএলের আগে হার্দিককে ছাড়ল না গুজরাত টাইটান্স। প্রথম বার অধিনায়ক হয়ে এই দলকেই চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।
আইপিএলের নিলামের আগে হার্দিকের থাকা নিয়ে চরম নাটক হয়েছে। গুজরাত কাদের ধরে রেখেছে আর কাদের ছেড়েছে সেই তালিকা দিতে দেরি করছিল তারা। শেষ মুহূর্তে তালিকা পাঠানো হয়। সেখানে দেখা যায়, হার্দিকের নাম ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় সবার শেষে রয়েছে। সাধারণত কোনও দলের অধিনায়কের নাম সবার আগে থাকে। কিন্তু হার্দিকের নাম সবার শেষে থাকার অর্থ, শেষ মুহূর্তে হার্দিককে দলে রাখা হয়েছে।
আইপিএলের নিলামের আগেই জল্পনা শুরু হয়েছিল যে এ বার গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফিরবেন হার্দিক। মুম্বইয়ের হয়েই আইপিএল অভিযান শুরু করেছিলেন হার্দিক। বিশ্বকাপে পাওয়া চোটের জন্য আপাতত খেলতে পারছেন না হার্দিক। তাঁকে হয়তো ডান পায়ের গোড়ালির অস্ত্রোপচার করাতে হবে। সে ক্ষেত্রে আইপিএলেই আবার মাঠে ফিরবেন তিনি। শোনা গিয়েছিল, নেতৃত্বের দাবি করেননি হার্দিক। রোহিত শর্মার নেতৃত্বে খেলতে আপত্তি নেই তাঁর। কারণ ভারতীয় দলেও তিনি খেলেন রোহিতের নেতৃত্বেই। কিন্তু শেষ মুহূর্তে সব বদলে গেল। আপাতত গুজরাতেই রইলেন হার্দিক।