রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র
ভারতীয় দলে কি এ বার নতুন কোচের ভূমিকায় রিঙ্কু সিংহ! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে দলের ক্রিকেটারদের শেখাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার। কী শেখাচ্ছেন রিঙ্কু? শেখাচ্ছেন, কী ভাবে ঠান্ডা মাথায় ম্যাচ জিতিয়ে ফিরতে হয়।
রিঙ্কুর কাছে শেখার বিষয়ে মুখ খুলেছেন তিলক বর্মা। ভারতীয় ক্রিকেটার বলেন, ‘‘আমরা রিঙ্কুর কাছে শিখছি কী ভাবে খেলা শেষ করতে হয়। ও ধারাবাহিক ভাবে এই কাজটা করছে। আমরাও পরের ম্যাচে সুযোগ পেলে সেটা করতে চাই। আমি পরের দিকে ব্যাট করতে নামি। তাই আমাকেও সেই পরিস্থিতিতে পড়তে হতে পারে। সেই সময় কী ভাবে খেলতে হবে সেটাই রিঙ্কুর কাছে শিখে নিচ্ছি।’’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে ফিরেছেন রিঙ্কু। শেষ ওভারে যখন একের পর এক উইকেট পড়ছে তখনও শান্ত ছিলেন তিনি। শেষ বলে দরকার ছিল ১ রান। ছক্কা মারেন রিঙ্কু। কিন্তু সেই বলটি নো-বল হওয়ায় রান পাননি তিনি। তাতে অবশ্য কোনও সমস্যা হয়নি। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
গত বার আইপিএলে কেকেআরের হয়ে ধারাবাহিক ভাবে এই কাজটা করেছেন রিঙ্কু। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কলকাতাকে জিতিয়েছেন তিনি। ১৪টি ম্যাচে ১৪৯.৫৩ স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেছেন রিঙ্কু। আইপিএলে ভাল খেলায় ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ হয়েছে তাঁর। সেখানেও সেই একই কাজ করছেন বাঁ হাতি ব্যাটার।