ভারতের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন। —ফাইল চিত্র।
বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি অভিযোগ করেছিলেন রঞ্জি ট্রফির আম্পায়ারিং নিয়ে। এ বার প্রশ্ন উঠছে বয়সভিত্তিক ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে। সিকে নায়ডু ট্রফিতে এমন ঘটনা ঘটেছে বলে দাবি।
অনূর্ধ্ব-২৩ রাজ্যভিত্তিক দলের প্রতিযোগিতা সিকে নায়ডু ট্রফি। সেখানে ফাইনালে উত্তরপ্রদেশ এবং কর্নাটক একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে কর্নাটকের ওপেনার প্রখর চতুর্বেদীর আউট নিয়ে প্রশ্ন ওঠে। উত্তরপ্রদেশের পেসার কুণাল ত্যাগির বলে পুল করেছিলেন প্রখর। সেই প্রখরের ব্যাটে লেগে বল চলে যায় উইকেটরক্ষক আরাধ্য যাদবের হাতে। তিনি বাঁদিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন। কিন্তু ক্যাচ ঠিক মতো ধরার আগেই বল বেরিয়ে যায় উইকেটরক্ষকের হাত থেকে। কিন্তু মাঠের আম্পায়ার আউট দিয়ে দেন। যা দেখে অবাক হয়ে যান কর্নাটকের ব্যাটার।
সংবাদ সংস্থা পিটিআই-কে প্রথম শ্রেণির এক আম্পায়ার বলেন, “ওটা আউট হতেই পারে না। উইকেটরক্ষকের হাত থেকে বল বেরিয়ে গিয়েছিল। এটা আউট দেওয়া উচিত হয়নি। জুনিয়র ক্রিকেটে ভাল আম্পায়ার প্রয়োজন। সেখান থেকেই ক্রিকেটার তৈরি হয়। সেখানে ভুল সিদ্ধান্তের জন্য আউট হলে ক্রিকেটারদের মন ভেঙে যায়। যা মানসিকতায় আঘাত করে। ম্যাচের ফলাফলের উপরেও প্রভাব পড়তে পারে।”
এর আগে মনোজ অভিযোগ করেছিলেন আম্পায়ারিং নিয়ে। মনোজের অভিযোগ ছিল, রঞ্জিতে আম্পায়ারিংয়ের মান ঠিক নয়। সেখানে অনেক আম্পায়ার মদ খেয়ে মাঠে নেমেছেন আম্পায়ারিং করতে। এ বার বয়সভিত্তিক ক্রিকেটেও আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠছে।