রোহিত শর্মা। —ফাইল চিত্র।
সিরিজ়ে সমতা ফিরিয়েও মুখ ভার রোহিত শর্মার। প্রাণ খুলে হাসতে পারছেন না ভারত অধিনায়ক। কারণ, তিনি জানেন, এখনও তিনটি টেস্ট বাকি। সিরিজ় জিততে হলে তার মধ্যে অন্তত দু’টি জিততে হবে। কিন্তু এর মধ্যেই দলের ফাঁক খুঁজে পেয়েছেন রোহিত। সেই ফাঁক ফরাট করতে চান দলের অধিনায়ক।
ম্যাচ শেষে রোহিত বলেন, ‘‘দলের বেশ কয়েক জন ব্যাটারের ইনিংসের শুরুটা ভাল হয়েছিল। কিন্তু তারা বড় রান করতে পারেনি। এটা করলে হবে না। আমি জানি, ওদের অনেকেরই বয়স অল্প। ওরা বেশি দিন ধরে খেলছে না। কিন্তু তার পরেও বুঝতে হবে যে টেস্টে ভাল করতে হলে বড় রান করতে হবে। এক বা দু’জনের উপর ভরসা করলে হবে না।’’
হায়দরাবাদের হারের পরে বিশাখাপত্তনমে দলের ক্রিকেটারেরা যে ভাবে ফিরে এসেছেন তাতে অবশ্য খুশি রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘‘ইংল্যান্ড শক্তিশালী দল। ওদের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে জেতা সহজ ছিল না। বিশেষ করে আমাদের দলের অনেক ক্রিকেটারের টেস্ট বেশি খেলার অভিজ্ঞতা নেই। তার পরেও ওরা ভাল খেলেছে। আমি ওদের বলেছি, কোনও রকম চাপ না নিয়ে খেলতে। ওরা খেলা উপভোগ করেছে। সেটাই আসল।’’
দলের দুই ক্রিকেটারের প্রশংসা আলাদা করে করেছেন রোহিত। এক জন যশপ্রীত বুমরা। অন্য জন যশস্বী জয়সওয়াল। বুমরা দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নিয়েছেন। যশস্বী প্রথন ইনিংসে দ্বিশতরান করেছেন। তাঁদের প্রসঙ্গে রোহিত বলেন, ‘‘বুমরা এমন এক জন বোলার যাকে যে কোনও সময় বল করতে পাঠিয়ে দেওয়া যায়। ও নিজের কাজটা করে। যশস্বী প্রথম ইনিংসে অবিশ্বাস্য ইনিংস খেলেছে। ও প্রতিভাবান। সবে দলে এসেছে। এখনও দলকে অনেক কিছু দেওয়ার আছে। শুধু বলব, অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে মাটিতে পা রাখতে।’’