রোহিত শর্মা এবং মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।
মহেন্দ্র সিংহ ধোনি যে সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন, সেই সময় রোহিত শর্মার অভিষেক। একের পর এক ম্যাচে রান না পেলেও রোহিতকে খেলিয়ে যাওয়ার অভিযোগ তুলতেন নিন্দকেরা। সেই ধোনি এ বারের আইপিএলে নেতৃত্ব দেবেন না। এ বারের আইপিএলে নেতৃত্ব দেবেন না রোহিতও। ধোনি নেতৃত্ব ছাড়তেই সমাজমাধ্যমে পোস্ট করলেন রোহিত।
২০১৩ থেকে ২০২৩ আইপিএল পর্যন্ত একে অপরের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে খেলেছেন রোহিত এবং ধোনি। দু’জনের হাত মেলাতে যাওয়ার একটি ছবি পোস্ট করেন রোহিত। সেই সঙ্গে হাত মেলানোর একটি ইমোজিও দেন। দু’জনেই যে একই পথে তা বুঝিয়ে দিতে চাইলেন রোহিত।
ধোনির উদ্দেশে রোহিতের পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম।
২০১৩ সালে মুম্বইয়ের অধিনায়ক হয়েছিলেন মুম্বই। অন্য দিকে, ধোনি আইপিএলের শুরু থেকেই চেন্নাই দলের অধিনায়ক। দু’জনেই পাঁচ বার করে আইপিএল জিতেছেন। এ বারে দু’জনের কেউ অধিনায়ক না থাকায় এখনই ষষ্ঠ বার আইপিএলজয়ী অধিনায়ক হতে পারবেন না কেউ। তবে দু’জনের দায়িত্ব ছাড়ার পদ্ধতিটা আলাদা ছিল। বলা ভাল, রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ধোনি অবশ্য নিজেই দায়িত্ব ছেড়ে দেন। রোহিতের জায়গায় মুম্বই দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। অন্য দিকে, ধোনি দায়িত্ব তুলে দিলেন রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধে।