Rohit Sharma

শূন্য করা ম্যাচেও ‘সেঞ্চুরি’ রোহিতের, আফগানিস্তানের বিরুদ্ধে মোহালিতে রেকর্ড ভারত অধিনায়কের

রেকর্ড বুকে লেখা থাকবে বিশ্ব ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসাবে দেশের হয়ে ১০০টি ম্যাচ জিতেছেন রোহিত। এর আগে কোনও ক্রিকেটার দেশের হয়ে এতগুলি ম্যাচ জিততে পারেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ১০:৩৯
Share:

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

রোহিত শর্মা বৃহস্পতিবার ‘সেঞ্চুরি’ করেছেন। স্কোরবোর্ড যদিও তা বলবে না। সেখানে দেখাবে তিনি শূন্য করেছেন। কিন্তু রেকর্ড বুকে লেখা থাকবে বিশ্ব ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসাবে দেশের হয়ে ১০০টি ম্যাচ জিতেছেন রোহিত। এর আগে কোনও ক্রিকেটার দেশের হয়ে এতগুলি ম্যাচ জিততে পারেননি।

Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জেতে ভারত। ১৪ মাস পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছেন রোহিত। তাঁর নেতৃত্বে শেষ ম্যাচ ভারত খেলেছিল ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে ভারত হেরেছিল ১০ উইকেটে। ১৪ মাস পর ভারতের তরুণ দলকে নিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে জিতলেন রোহিত। যদিও সেই ম্যাচে ব্যাট হাতে কোনও রান করতে পারেননি তিনি। শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান শূন্য রানে। তাতে ভারতের ম্যাচ জিততে কোনও অসুবিধা হয়নি।

রোহিতের ১০০টি ম্যাচ জয়ের রেকর্ডের আশে পাশে কেউ নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন শোয়েব মালিক। তিনি ৮৬টি ম্যাচ জিতেছেন। যদিও এখন আর পাকিস্তানের হয়ে তাঁকে খেলতে দেখা যায় না। তৃতীয় স্থানে বিরাট কোহলি। তিনি জিতেছেন ৭৩টি ম্যাচ। বিরাটের পক্ষেও রোহিতকে ছোঁয়া কঠিন।

Advertisement

রোহিত ভারতের হয়ে ১৪৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রথম খেলেছিলেন ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে যে ট্রফি জিতেছিল ভারত। ২০২৪ সালে হয়তো রোহিতকে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement