মহম্মদ শামি। শুরুটা ভাল হয়নি ভারতীয় পেসারের। ছবি: রয়টার্স।
শুরুটা ভাল হয়নি মহম্মদ শামির। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওভার বল করতে গিয়ে ১১টি বল করেন শামি। শুরুটা ভাল হয়নি তাঁর। লজ্জার নজির গড়েছেন তিনি। ভেঙে দিয়েছেন জসপ্রীত বুমরাহের রেকর্ড।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওভারে বল করতে যান শামি। দ্বিতীয় বলটিই ওয়াইড করেন তিনি। তৃতীয় বল করার সময় পর পর দু’টি ওয়াইড করেন। শামির লেংথ ঠিক থাকলেও লাইন ঠিক ছিল না। কখনও অফ স্টাম্পের বাইরে, আবার কখনও লেগ স্টাম্পে বল করছিলেন। বল পিচে পড়ে আরও সুইং করছিল। ফলে ওয়াইড হচ্ছিল। লেগ সাইডে একটি বল ভাল বাঁচান উইকেটরক্ষক লোকেশ রাহুল। নইলে চার হতে পারত। ওভারের শেষ বলটি করতে গিয়ে আবার পর পর দু’টি ওয়াইড করেন শামি। ওভারে মোট পাঁচটি ওয়াইড করেন তিনি। ফলে ১১টি বল করতে হয় শামিকে। তিনি ছ’রান দেন। অর্থাৎ, ওয়াইড ছাড়া আর এক রান দেন বাংলার পেসার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি কোনও ভারতীয় বোলারের করা সবচেয়ে লম্বা ওভার। এর আগে কোনও বোলার ওভারে ১১টি বল করেননি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধেই একটি ওভারে ন’বল করেছিলেন বুমরাহ। সেটি এত দিন সবচেয়ে লম্বা ওভার ছিল। সেই নজির ভাঙলেন শামি।
পাকিস্তানের বিরুদ্ধে তিন ওভার বল করার পর শামি উঠে যান। তাঁর পায়ে কোনও সমস্যা হচ্ছিল। মাঠে ফিজিয়োকে নামতে হয়। বাঁ পায়ের কাফ মাসলে সমস্যা হচ্ছিল পেসারের। ফলে কিছু ক্ষণ সাজঘরে থাকেন তিনি। পরে ফিরে দ্বিতীয় স্পেলে বল করেন শামি। তখন তাঁকে দেখে মনে হচ্ছিল না, কোনও সমস্যা হচ্ছে তাঁর।