রোহিত শর্মা। —ফাইল চিত্র।
বয়স মাত্র ১৫ বছর। সে রোহিত শর্মার ভক্ত। রঞ্জিতে রান না পেলেও ভারত অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত খেলবেন বলে বিশ্বাস তার। যথার্থ ছাবড়িয়া নামের সেই ১৫ বছরের কিশোর চায় রোহিত যেন কখনও অবসর না নেয়।
ভারতে ক্রিকেট ভক্তের সংখ্যা কখনও কমে না। সুনীল গাওস্কর, সচিন তেন্ডুলকরদের সময়ে যেমন তাঁদের অগুনতি ভক্ত ছিল, তেমনই রোহিত, বিরাট কোহলিদেরও ভক্ত সংখ্যা কম নয়। সেই রকম এক ভক্ত যথার্থ। রঞ্জিতে রোহিত প্রথম ইনিংসে করেন ৩ রান। দ্বিতীয় ইনিংসে করেন ২৮ রান। তাঁকে যথার্থ একটি চিঠি লিখেছে।
রোহিতের উদ্দেশে যথার্থ লিখেছে, “আমার প্রিয় ক্রিকেটার এবং সর্বকালের সেরা ব্যাটার। তুমিই আমার ক্রিকেট দেখার কারণ। আমি ভাগ্যবান এই সময়ে জন্মেছি, যখন তোমার মতো এক জন ব্যাটারকে দেখতে পাচ্ছি। কয়েকটা ইনিংসে রান না পেলেও সেটা বড় ব্যাপার নয়। কারণ আমি দেখতে পাচ্ছি তুমি ঠিক পথে রয়েছ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপক্ষ দলকে একাই শেষ করে দেবে। রঞ্জিতে তোমার মারা তিনটে ছক্কা আমি দেখেছি। অঙ্ক ক্লাস বাদ দিয়ে তোমার খেলা দেখেছি।”
রোহিত ব্যাটার হিসাবে এই মুহূর্তে সকলের বার বার সমালোচনার মুখে পড়ছেন। অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচে মাত্র ৩১ রান করেছিলেন তিনি। রঞ্জিতেও রান করতে পারেননি। কিন্তু যথার্থ সে সবে কান দিতে নারাজ। সে লিখেছে, “নিন্দকেরা নিন্দা করবেই। তোমার অধিনায়কত্ব সেরা। মাঠে তোমার আচরণ সবচেয়ে ভাল। খেলোয়াড় এবং অধিনায়ক হিসাবে সব ধরনের ফরম্যাটে তুমি সেরা। আমি সব ম্যাচ দেখি শুধু তোমার জন্য। কখনও অবসর নিও না। জানি না তুমি ওপেন করতে না নামলে সেই খেলা আমি কী করে দেখব।” রোহিত যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন।
রোহিতের থেকে সাহায্যও চেয়েছে যথার্থ। সে লিখেছে, “আমার বয়স ১৫ বছর। আমি খুব ভাল কথা বলতে পারি। আমার স্বপ্ন এক জন ক্রীড়া বিশ্লেষক হওয়া। রাজস্থান রয়্যালসের সঙ্গে একটা ইন্টার্নশিপও করেছি। যদি তুমি কোনও ভাবে আমাকে সাহায্য করতে পারো, তা হলে জানিয়ো।” যথার্থ তাঁর ভালবাসা জানিয়ে আশা করেছেন, খুব তাড়াতাড়ি রোহিত ফর্মে ফিরবেন।