Tilak Varma

আবার ১০০! রেকর্ড তিলকের, টি-টোয়েন্টিতে টানা তিন শতরান, ভাঙলেন শ্রেয়সের নজির

পর পর তিনটি ইনিংসে শতরান করলেন তিলক। শতরানের আফ্রিকার বিরুদ্ধে শেষ দু’টি টি-টোয়েন্টিতে পর শনিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদের হয়ে ১৫১ রান করলেন তিনি। সেটাও মাত্র ৬৭ বলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৩:১৫
Share:

তিলক বর্মা। —ফাইল চিত্র।

রানের মধ্যেই রয়েছেন তিলক বর্মা। সে দেশের জার্সিতেই হোক বা ঘরোয়া ক্রিকেট, শতরান করেই চলেছেন তিনি। পর পর তিনটি ইনিংসে শতরান করলেন তিলক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দু’টি টি-টোয়েন্টিতে শতরানের পর শনিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদের হয়ে ১৫১ রান করলেন তিনি তিনি। সেটাও মাত্র ৬৭ বলে।

Advertisement

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ৮ কোটি টাকা দিয়ে তিলককে রেখে দিয়েছে। নিলামে উঠলে তাঁকে নেওয়ার জন্য অনেক দলের মধ্যে লড়াই হতে পারত। ২২ বছরের তিলক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন। শনিবার রাজকোটে মেঘালয়ের বিরুদ্ধে রেকর্ড গড়লেন তিলক। টি-টোয়েন্টিতে ভারতীয় হিসাবে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার তালিকায় শীর্ষে তিনি। ভাঙলেন শ্রেয়সের রেকর্ড। ২০১৯ সালে মুস্তাক আলি ট্রফিতেই সিকিমের বিরুদ্ধে ৫৫ বলে ১৪৭ করেছিলেন তিনি। শনিবার সেই রেকর্ড ভেঙে তিলক ৬৭ বলে ১৫১ রান করলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে টানা তিনটি ম্যাচে শতরান করার রেকর্ডও কোনও ব্যাটারের ছিল না। তিলক প্রথম ব্যাটার হিসাবে এই রেকর্ড গড়লেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিলক তৃতীয় ম্যাচে ১০৭ রান করেছিলেন। চতুর্থ ম্যাচে করেছিলেন ১২০ রান। দু’টি ম্যাচেই অপরাজিত ছিলেন তিলক। এ বার হায়দরাবাদের হয়ে ১৫১ রান করলেন। পর পর তিনটি ম্যাচে শতরান করলেন তিনি।

Advertisement

তিলকের দাপটে ২০ ওভারে ২৪৮ রান তোলে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে মেঘালয় শেষ ৬৯ রানে। ১৮০ রানে জিতল হায়দরাবাদ। তিলক ছাড়াও হায়দরাবাদের হয়ে রান করেছেন তন্ময় আগরওয়াল (৫৫) এবং বুদ্ধি রাহুল (৩০)। মেঘালয়কে ৬৯ রানে শেষ করার নেপথ্যে অনিকেত রেড্ডি। তিনি ৪ উইকেট তুলে নেন। ৩ উইকেট নেন তনয় ত্যাগরাজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement