শতরান করে উল্লাস শ্রেয়স আয়ারের। ছবি: টুইটার
চোট সারিয়ে ফিরে দীর্ঘ ১১ মাস পরে এক দিনের ক্রিকেটে শতরান করেছেন শ্রেয়স আয়ার। শুভমন গিলের সঙ্গে তাঁর জুটি ভারতকে ভাল ভিত গড়ে দিয়েছে। সেই ভিতে ভর করে প্রথমে ব্যাট করে ৩৯৯ রান করেছে ভারত। ইন্দোরের পিচে রান করা সহজ। এই পরিস্থিতিতে ভারতের বোলারদেরও সতর্ক থাকতে হবে। এই পিচে কী ভাবে বল করলে সাফল্য আসবে সেই উপায় নিজেই বাতলে দিলেন শ্রেয়স।
ইনিংসের মাঝে ভারতীয় ব্যাটার বলেন, ‘‘পিচে অসমান বাউন্স রয়েছে। ৯ মিটারের আশপাশে বল ফেললে বল কিছুটা থমকে ব্যাটে আসছে। ফলে শট খেলা সহজ হচ্ছে না। আমাদের বোলারেরা সেটা কাজে লাগাতে পারে।’’
ইন্দোরে ব্যাট করতে নেমে প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন শ্রেয়স। তার ফলও পান। সেই সময় কেমন মানসিকতা ছিল তাঁর। শ্রেয়স বলেন, ‘‘আমি খুব জোরে শট মারার চেষ্টা করছিলাম না। আমার লক্ষ্য ছিল টাইমিং করা। সামনের দিকে খেলার চেষ্টা করেছি। বল দেখে খেলার চেষ্টা করেছি। তাতেই সফল হয়েছি।’’
শুভমনের সঙ্গে ২০০ রানের জুটি বেঁধেছেন শ্রেয়স। দু’জনেই শতরান করেছেন। তাঁদের জুটি নিয়ে বলতে গিয়ে শ্রেয়স বলেন, ‘‘আমাদের বোঝাপড়া ভাল। যখন আমি মারছিলাম তখন শুভমন ধরে খেলছিল। আবার যখন ও মারছিল, আমি ধরে খেলছিলাম। তাই কারও উপরেই বেশি চাপ পড়ছিল না।’’
শতরান করার পরে অবশ্য একটু ক্লান্ত দেখাচ্ছিল শ্রেয়সকে। সেই কারণেই আউট হয়েছেন তিনি। তাঁর পায়ে ক্র্যাম্প ধরেছিল বলে জানিয়েছেন ব্যাটার। শ্রেয়স বলেন, ‘‘শেষ দিকে ক্র্যাম্প ধরেছিল। তাই স্বাভাবিক ভাবে ব্যাট করতে পারছিলাম না। এক বার তো প্রায় আউট হয়েই গিয়েছিলাম। বুঝতে পারছিলাম ধরে খেলতে পারব না। তাই বড় শট খেলার দিকে লক্ষ্য ছিল। সেটা করতে গিয়েই আউট হয়েছি।’’