Rishabh Pant

‘পা কেটে বাদ দিতে বলেছিলেন চিকিৎসকেরা’, আইপিএল খেলার ছাড়পত্র পেয়ে জানালেন পন্থ

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, তরুণ উইকেটরক্ষক সুস্থ। আইপিএল খেলতে পারবেন তিনি। ২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পন্থ। সেই সময় জানতে পেরেছিলেন তাঁর পা কেটে বাদ দেওয়া হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৪ ২১:৪৭
Share:

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

প্রায় এক বছর তিন মাস পর মাঠে ফিরছেন ঋষভ পন্থ। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, তরুণ উইকেটরক্ষক সুস্থ। আইপিএল খেলতে পারবেন তিনি। ২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পন্থ। সেই সময় জানতে পেরেছিলেন তাঁর পেয়ে কেটে বাদ দেওয়া হতে পারে।

Advertisement

এ বারের আইপিএল খেলবেন পন্থ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁর সুস্থ হয়ে ওঠা স্বস্তি দেবে ভারতীয় দলকেও। পন্থ বলেন, “আধ্যাত্মিকতা মানুষকে অনেক বেশি শৃঙ্খলাপরায়ণ করে। এটা আমার বিশ্বাস। আমার মনোযোগ বৃদ্ধি হয়। গাড়ি দুর্ঘটনার সময় আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে বাঁচিয়ে ছিলেন। ওই রকম একটা দুর্ঘটনার পর শুধু আমার পায়ে চোট লেগেছিল। আরও অনেক কিছু হতে পারত। চিকিৎসকেরা আমাকে পা বাদ দেওয়ার কথাও বলেছিলেন। আমি শুধু ঈশ্বরকে ডেকেছি। তিনি আমাকে দেখেছেন। এটা আমার বিশ্বাস।”

ভারতীয় বোর্ডের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে পন্থের এক চিকিৎসককে বলতে শোনা যায়, “ওই গাড়ি দুর্ঘটনার পর পন্থের বাঁ হাঁটুর কোনও পেশি ঠিক ছিল না। সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল। পন্থ বলেই আবার মাঠে ফিরতে পেরেছে। ও সেই মনের জোরটা দেখিয়েছে বলে মাঠে ফিরেছে।”

Advertisement

অস্ত্রোপচারের পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করেন পন্থ। তার পরেই মাঠে ফিরছেন তিনি। আইপিএলে শুরু থেকেই তাঁকে দেখা যেতে পারে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement