হরমনপ্রীত কৌর। ছবি: পিটিআই।
সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে রবিবারের ম্যাচের আগে ধাক্কা ভারতীয় মহিলা ক্রিকেট দলের শিবিরে। চোটের জন্য শ্রেয়াঙ্কা পাতিলকে এশিয়া কাপে আর পাবেন না হরমনপ্রীত কৌরেরা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি।
ভারতীয় মহিলা দলের নির্ভরযোগ্য অলরাউন্ডারের আঙুল ভেঙে গিয়েছে। গত ১৯ জুলাই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। ক্যাচ ধরতে গিয়ে বাঁহাতের অনামিকায় চোট পেয়েছিলেন ২১ বছরের ক্রিকেটার। পরে পরীক্ষা করে দেখা গিয়েছে, তাঁর আঙুলের হাড় ভেঙে গিয়েছে। এশিয়া কাপে তিনি আর খেলতে পারবেন না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) শ্রেয়াঙ্কার ছিটকে যাওয়ার কথা জানিয়েছে শুক্রবার গভীর রাতে।
শ্রেয়াঙ্কার পরিবর্ত হিসাবে ভারতের মূল দলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার তনুজা কানওয়ারকে। তিনি রিজার্ভ সদস্য হিসাবে দলের সঙ্গেই শ্রীলঙ্কায় গিয়েছিলেন। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর এখনও অভিষেক হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে ভাল বল করেছিলেন শ্রেয়াঙ্কা। ১৪ রানে ২ উইকেট পেয়েছিলেন। মহিলাদের গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন শ্রেয়াঙ্কা। অন্য দিকে গুজরাত জায়ান্টসের সর্বোচ্চ উইকেট উইকেট শিকারি ছিলেন তনুজা।