আয়ারল্যান্ডকে হারানোর পর উল্লাস ভারতের মহিলা ক্রিকেটারদের। ছবি: সমাজমাধ্যম।
এক ম্যাচ বাকি থাকতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় জিতল ভারতের মহিলা দল। দ্বিতীয় এক দিনের ম্যাচে বড় জয় পেল ভারত। আয়ারল্যান্ডকে ১১৬ রানে হারালেন স্মৃতি মন্ধানারা। জেমাইমা রদ্রিগেস, হরলীন দেওলদের ব্যাটে রেকর্ড গড়ল ভারত।
রাজকোটের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন ভারতের দুই ওপেনার মন্ধানা ও প্রতীকা রাওয়াল। হরমনপ্রীত কউর না থাকায় এই ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেন মন্ধানা। দু’জনেই আক্রমণাত্মক ব্যাট করছিলেন। ওপেনিং জুটিতে ১৯ ওভারে ১৫৬ রান তোলে ভারত। দুই ওপেনারই অর্ধশতরান করেন। ৫৪ বলে ৭৩ রান করে আউট হন মন্ধানা। পরের ওভারেই ফেরেন প্রতীকা। তিনি করেন ৬৭ রান।
দুই ওপেনার আউট হলেও ভারতের রান তোলার গতি কমেনি। তৃতীয় উইকেটে হরলীন ও জেমাইমা জুটি বাঁধেন। সেই জুটিই ভারতকে ৩০০ পার করায়। আয়ারল্যান্ডের কোনও বোলার তাঁদের সমস্যায় ফেলতে পারেননি। তিন নম্বরে নিজের জায়গা ক্রমশ পাকা করছেন হরলীন। এই ম্যাচে শতরান করার সুযোগ ছিল তাঁর। ৮৯ রান করে আউট হন তিনি। হরলীন সুযোগ হারালেও জেমাইমা শতরান করেন। ১০২ রানে আউট হন তিনি। আয়ারল্যান্ডের বোলারেরা অতিরিক্ত হিসাবে ২৫ রান দেন। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৭০ রান করে ভারত। মহিলাদের এক দিনের ক্রিকেটে এটি কোনও ম্যাচে করা ভারতের সর্বোচ্চ রান।
৩৭১ রান তাড়া করা কঠিন ছিল। আয়ারল্যান্ডের হয়ে তিন নম্বরে নামা কুল্টার রেইলি ছাড়া বাকি কেউ বড় রান করতে পারেননি। রেইলি ৮০ রান করেন। বাংলার তিতাস সাধুর বলে আউট হন তিনি। সারা ফোর্বস ৩৮ ও লরা ডেলানি ৩৭ রান করেন। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৪ রান করে আয়ারল্যান্ড। ১১৬ রানে জেতে ভারত। দীপ্তি শর্মা তিনটি ও প্রিয়া মিশ্র দু’টি উইকেট নেন। একটি করে উইকেট নেন তিতাস ও সাহালি সাতঘারে।