Ireland Cricket Team

India vs Ireland 2022: চার বছর পর ফের আয়ারল্যান্ডে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে ভারত

ডিউট্রম বলেন, “আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ২০২২ সালের মতো গুরুত্বপূর্ণ গ্রীষ্ম আসেনি। আয়ারল্যান্ডের ক্রিকেট ভক্তরা বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলা দেখতে পারবে। ২০১৭ সালে শেষ বার নিউজিল্যান্ড এখানে খেলতে এসেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে পারব আমরা।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১৫:০৮
Share:

—ফাইল চিত্র

ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে আয়ারল্যান্ড। দু’মাসের মধ্যে এই চারটি দলের বিরুদ্ধে খেলবে তারা।

ভারতীয় দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ২৬ এবং ২৮ জুন। মালাহাইডে এই দু’টি ম্যাচ খেলবে তারা। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান ওয়ারেন ডিউট্রম বলেন, “আমরা দারুণ খুশি ২০১৮ সালের পর ফের ভারতকে স্বাগত জানাতে পেরে।” ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলার জন্য জুন মাসে সেই দেশে যাবে ভারত। সেই সময়ই আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা।

Advertisement

ডিউট্রম বলেন, “আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ২০২২ সালের মতো গুরুত্বপূর্ণ গ্রীষ্ম আসেনি। আয়ারল্যান্ডের ক্রিকেট ভক্তরা বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলা দেখতে পারবে। ২০১৭ সালে শেষ বার নিউজিল্যান্ড এখানে খেলতে এসেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে পারব আমরা।”

২০১৮ সালেও মালাহাইডে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। চার দলের বিরুদ্ধে বিভিন্ন সিরিজের ১৩টি ম্যাচ আয়ারল্যান্ডের বিভিন্ন আন্তর্জাতিক মাঠে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলা হবে ব্রিস্টলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement