BCCI

India vs Zimbabwe 2022: ভারত সিরিজের দল ঘোষণা জিম্বাবোয়ের, রাহুলের বিরুদ্ধে টস করবেন কে

একাধিক ক্রিকেটারকে চোটের কারণে পাবে না জিম্বাবোয়ে। তার মধ্যে রয়েছেন ঘোষিত অধিনায়ক ক্রেগ এরভিনও। কে নেতৃত্ব দেবেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ১৩:২৪
Share:

কারা রয়েছেন জিম্বাবোয়ে দলে। ফাইল ছবি

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজের দল ঘোষণা করে দিল জিম্বাবোয়ে। হারারেতে ১৮ অগস্ট থেকে সিরিজ শুরু হতে চলেছে। পরের দু’টি ম্যাচ ২০ এবং ২২ অগস্ট। ছন্দে থেকেই ভারতের বিরুদ্ধে নামতে চলেছে জিম্বাবোয়ে। সম্প্রতি বাংলাদেশকে এক দিনের সিরিজে হারিয়েছে তারা।

Advertisement

ভারতের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেবেন রেগিস চাকাভা। দলে সিকান্দার রাজা, রায়ান বার্ল এবং ব্র্যাডলে ইভান্সের মতো ক্রিকেটার রয়েছেন। এই সিরিজ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। ভারতের অবশ্য কিছু লাভ হবে না এতে। আয়োজক দেশ হিসাবে তারা সরাসরি যোগ্যতা অর্জন করবে। তবে ভারতকে হারাতে পারলে গুরুত্বপূর্ণ পয়েন্ট পাবে জিম্বাবোয়ে।

জিম্বাবোয়ের ঘোষিত অধিনায়ক ক্রেগ এরভিন হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। তা এখনও সারাতে পারেননি। তাঁর জায়গায় চাকাভাকে নেতৃত্ব দিতে দেখা যাবে। তাঁকে ছাড়াও জিম্বাবোয়ে পাচ্ছে না ব্লেসিং মুজারাবানি, তেন্ডাই চাতারা এবং ওয়েলিংটন মাসাকাদজাকে। প্রত্যেকেরই কোনও না কোনও চোট রয়েছে।

Advertisement

প্রসঙ্গত, বৃহস্পতিবারই জানানো হয়েছে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন কেএল রাহুল। শিখর ধবন সহ-অধিনায়ক। এই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলী, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্যের মতো বেশ কিছু প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement