বুধবারের ম্যাচে ছিলেন না শ্রেয়স আয়ার। রোহিত বলেন, ‘‘শ্রেয়সের মতো ক্রিকেটার প্রথম একাদশের বাইরে। কিন্তু কিছু করার নেই। আমাদের দলে এমন এক জনকে মিডল অর্ডারে প্রয়োজন ছিল যে ব্যাটিংয়ের সঙ্গে বলটাও করতে পারবে। দলের মধ্যে এই ধরনের প্রতিযোগিতা থাকা ভাল। শ্রেয়সকে আমরা বলেছি, বিশ্বকাপে দলে এমন এক অলরাউন্ডারকে প্রয়োজন। ওরা প্রত্যেকেই পেশাদার। জানে দলের কী প্রয়োজন।’’
ইডেনে ৪০ রান করেন রোহিত। —ফাইল চিত্র
রোহিত শর্মাকে ইডেন গার্ডেনস খালি হাতে ফেরায় না। এমনটাই ফের সত্যি হল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে শুরু করল ভারত। রোহিত খুশি ওয়েস্ট ইন্ডিজকে ১৫৭ রানে আটকে রাখতে পেরে।
ম্যাচ শেষে রোহিত বলেন, ‘‘এই ম্যাচ থেকে আমরা আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারলাম। ওয়েস্ট ইন্ডিজের মতো দারুণ একটা দলকে ১৫৭ রানে আটকে রাখার কৃতিত্ব দিতেই হবে বোলারদের।’’ ব্যাটারদের নিয়ে যদিও খুব খুশি নন রোহিত। তিনি বলেন, ‘‘ব্যাট হাতে আরও ভাল করতে পারতাম আমরা।’’ অভিষেক ম্যাচেই সেরার পুরস্কার পেয়েছেন রবি বিষ্ণোই। রোহিত বলেন, ‘‘বিষ্ণোই প্রতিভাবান, সেটা নিয়ে কোনও প্রশ্নই নেই। ওর মধ্যে আমরা আলাদা কিছু দেখেছিলাম, সেই জন্যই দলে নেওয়া হয়েছে ওকে। যে কোনও সময় বল করতে পারে বিষ্ণোই। আশা করি ওর ভবিষ্যৎ উজ্জ্বল।’’
বুধবারের ম্যাচে ছিলেন না শ্রেয়স আয়ার। রোহিত বলেন, ‘‘শ্রেয়সের মতো ক্রিকেটার প্রথম একাদশের বাইরে। কিন্তু কিছু করার নেই। আমাদের দলে এমন এক জনকে মিডল অর্ডারে প্রয়োজন ছিল যে ব্যাটিংয়ের সঙ্গে বলটাও করতে পারবে। দলের মধ্যে এই ধরনের প্রতিযোগিতা থাকা ভাল। শ্রেয়সকে আমরা বলেছি, বিশ্বকাপে দলে এমন এক অলরাউন্ডারকে প্রয়োজন। ওরা প্রত্যেকেই পেশাদার। জানে দলের কী প্রয়োজন।’’
প্রথম একাদশ নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছে ভারত। রোহিত বলেন, ‘‘প্রথম একাদশ ঠিক করা নিয়ে দলে প্রচুর আলোচনা চলছে। বিপক্ষ দল, পরিস্থিতি, কোন মাঠে খেলা, সব কিছু নেই চিন্তা ভাবনা হচ্ছে। যে ক্রিকেটাররা প্রথম একাদশে থাকছে না তাদের কাছে পরিষ্কার বার্তা দেওয়া আছে।’’
ঈশান কিশন বুধবার ওপেন করেন রোহিতের সঙ্গে। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স দলে ঈশান ওপেন করেন না। রোহিত বলেন, ‘‘মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মিডল অর্ডারে ব্যাট করেছে ঈশান। তবে ওকে অনেক দিন ধরেই আমি বলছি। ওপেন করাটা ওর জায়গা নয়। চেন্নাইতে ও ব্যর্থ হয়েছিল। ঈশান সবই জানে। এ দিনের ম্যাচে বিরাটের সঙ্গে করছিল ঈশান। শেখার সুযোগ পেয়েছে ও। আমরা চাই ঈশান যেন কখনও চাপে না পড়ে।’’