ছবি: টুইটার থেকে
ইনিংস এবং ২২২ রানে জিতল ভারত। চার উইকেট নিলেন অশ্বিন।
শামি ফিরিয়ে দিলেন বিশ্ব ফার্নান্দোকে। আর একটি উইকেট নিলেই জিতবে ভারত।
ম্যাচে ৯ উইকেট তুলে নিলেন জাডেজার। ভারতের জয়ের জন্য প্রয়োজন আর দুই উইকেট।
তৃতীয় উইকেট পেলেন অশ্বিন। সেই সঙ্গে ৪৩৫ উইকেট নিয়ে টেস্টে কপিলকে টপকে গেলেন তিনি। ফিরিয়ে দিলেন আসলঙ্কাকে।
এই ম্যাচে ষষ্ঠ উইকেট তুলে নিলেন জাডেজা। ডি'সিলভাকে ফেরালেন তিনি।
দিমুথকে ফিরিয়ে দিলেন শামি। শ্রীলঙ্কার অধিনায়ক ফিরলেন ২৭ রানে।
টেস্টে ৪৩৪টি উইকেট নিলেন অশ্বিন। ছুঁয়ে ফেললেন কপিল দেবকে।
তৃতীয় দিন সকালের একটা সেশন খেলা হতেই শ্রীলঙ্কার ব্যাটারদের ছারখার করে দিলেন ভারতীয় বোলাররা। প্রথম ইনিংসের ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও এক উইকেট হারাল শ্রীলঙ্কা। অশ্বিনের বলে আউট লাহিরু থিরিমানে।
তৃতীয় দিনের শুরুটা ভালই করেছিল শ্রীলঙ্কা। ১৬১ রানে চার উইকেটই ছিল তাদের। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন ঘটে। চরিথ আসলঙ্কাকে ফেরান বুমরা। তারপরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল শ্রীলঙ্কার ইনিংস। ১৩ রানের মধ্যে ৬ উইকেট হারাল তারা। পাঁচ উইকেট নিলেন জাডেজা। দু'টি করে উইকেট নেন শামি এবং অশ্বিন।
প্রথম ইনিংসে ৫৭৪ রান তুলেছিল ভারত। জাডেজা অপরাজিত ছিলেন ১৭৫ রানে। ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১০ উইকেট হারাল ১৭৪ রানে। ৫ উইকেট নিলেন জাডেজা।