—ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজ় সেরা হলেন মহম্মদ সিরাজ। বল হাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ধারাবাহিকতা দেখালেন তিনি। যশপ্রীত বুমরা চোট পেয়ে ছিটকে যাওয়ার পর এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কাউকে নেয়নি ভারত। সে জায়গায় ঢোকার দাবি জানিয়ে রাখলেন সিরাজ। সেই সঙ্গে পেয়ে গিয়েছেন আত্মবিশ্বাসও।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারাল ভারত। সেই ম্যাচে দু’টি উইকেট নেন সিরাজ। এই সিরিজ়ে তিনি মোট ৫টি উইকেট নিয়েছেন। ম্যাচ শেষে সিরাজ বলেন, “ভাল দলের বিরুদ্ধে উইকেট পেলে আত্মবিশ্বাস পাওয়া যায়। দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল। প্রথম ১৫ ওভারের পর বল সুইং করছিল না। সেই সময় ঠিক লাইন, লেংথে বল করা জরুরি। আমি সব সময় চেষ্টা করি দলকে একটা ভাল শুরু দিতে। সেটা পেরেছি।”
মাঠের বাইরে সিরাজের মুখে সব সময় হাসি থাকলেও বল হাতে নিলেই তাঁর মুখ কঠিন হয়ে যায়। এই বিষয়ে জিজ্ঞেস করা হলে সিরাজ বলেন, “এক জন জোরে বোলারের ভিতর আগুন থাকতে হয়। নিজের মধ্যে একটা জেদ থাকতে হয়। আমি খুশি নিজের খেলা নিয়ে। সিরিজ় সেরা হয়ে ভাল লাগছে।”