ছবি: টুইটার থেকে
শেষ ওভারে প্রয়োজন ছিল ৩০ রান। সঞ্জুর দাপটে জয়ের খুব কাছে এসেও ৯ রানে হারতে হল ভারতকে।
দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সঞ্জু স্যামসন। অর্ধশতরান করলেন তিনি।
৩৭ বলে ৫০ রান করেন শ্রেয়স। আটটি চার মারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ক্রিজে থাকতে পারলেন না। লুঙ্গি এনগিডির বলে রাবাডার হাতে ক্যাচ দেন শ্রেয়স।
৩৩ বলে ৫০ রান করলেন শ্রেয়স। ভারতীয় দলকে ভরসা দিচ্ছে তাঁর ব্যাট।
রান তাড়া করতে নেমে চাপে ভারত। ২৫ ওভারে উঠল মাত্র ১১২ রান। জিততে হলে এখনও ১৩৮ রান প্রয়োজন ধাওয়ানদের।
দুই ওপেনার শুভমন গিল এবং শিখর ধাওয়ান ফিরে গিয়েছেন। ক্রিজে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড় এবং ঈশান কিশন। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৪৫/২। প্রতি ওভারে মাত্র তিন করে নিচ্ছে ভারত।
ওয়েন পার্নেলের বলে বোল্ড শিখর ধাওয়ান। দক্ষিণ আফ্রিকার পেসারের বল ধাওয়ানের ব্যাটে লেগে উইকেট ভেঙে দিল। টানা তিন ওভার মেডেন দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
৪০ ওভারে ২৪৯ রান তুলল দক্ষিণ আফ্রিকা। সিরিজ়ের প্রথম ম্যাচে জয়ের জন্য শিখর ধাওয়ানদের করতে হবে ২৫০ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে রান পেলেন হেনরিখ ক্লাসেন (৭৪ রানে অপরাজিত) এবং ডেভিড মিলার (৭৫ রানে অপরাজিত)। ভারতের হয়ে দু’টি উইকেট নেন শার্দূল ঠাকুর। একটি করে উইকেট পান রবি বিষ্ণোই এবং কুলদীপ যাদব।
চার উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান ১৩৪ রান। চার উইকেট হারিয়েছে তারা। সাজঘরে ফিরে গিয়েছেন জানেমন (২২), বাভুমা (৮), মার্করাম (০) এবং ডি'কক (৪৮)। ক্রিজে রয়েছেন হেনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলার।
এক দিনের ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমে উইকেট পেলেন রবি বিষ্ণোই। তিনি নেন কুইন্টন ডি'ককের উইকেট। এলবিডব্লিউ হলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার।
তৃতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। কুলদীপ যাদবের বল বুঝতেই পারলেন না মার্করাম। বোল্ড হলেন তিনি। কোনও রানই করতে পারলেন না মার্করাম।
বোল্ড বাভুমা। শার্দূলই নিলেন তাঁর উইকেট। আট রান করে আউট দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
ভারতকে প্রথম উইকেট এনে দিলেন শার্দূল। ২২ রান করে আউট জানেমন মালান। শ্রেয়স আয়ারের হাতে ক্যাচ দিলেন তিনি।
১০ ওভার বল করে ফেললেও উইকেট নিতে পারলেন না সিরাজরা। ৪১ রান তুলে ফেললেন দক্ষিণ আফ্রিকার ওপেনাররা।
শার্দূলের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন মালান। কিন্তু সেই ক্যাচ ফেলেদিলেন শুভমন। সহজ ক্যাচ ফস্কালেন তিনি।
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান ধাওয়ান। ভারতের হয়ে মহম্মদ সিরাজ এবং আবেশ খান বোলিং শুরু করেন। প্রথম পাঁচ ওভারে তাঁরা কোনও উইকেট নিতে পারেননি। দক্ষিণ আফ্রিকার স্কোর ১৮/০।
এক দিনের ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলতে নামছেন রুতুরাজ গায়কোয়াড় এবং রবি বিষ্ণোই। অধিনায়ক শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে শুভমান গিলকে। দলে রয়েছেন উইকেটরক্ষক সঞ্জু স্যামসন এবং ঈশান কিশন। শ্রেয়স আয়ারকেও দেখে নেওয়া হবে এই ম্যাচে। দলে অলরাউন্ডার শার্দূল ঠাকুর। বিষ্ণোই ছাড়াও রয়েছেন বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব। দলে রয়েছেন আবেশ খান এবং মহম্মদ সিরাজ।
বৃষ্টি ভেজা মাঠে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিলেন শিখর ধাওয়ান। ৪০ ওভারের ম্যাচ হবে। এক জন বোলার সর্বাধিক আট ওভার বল করতে পারবেন।