India vs South Africa 2021-22

India vs South Africa 2021-22: মাঠে দর্শক! কোনও টিকিট বিক্রি করা হয়নি, সাফাই দক্ষিণ আফ্রিকা বোর্ডের

অভিযোগ ওঠে হসপিটালিটি টিকিট বিক্রি করা হয়েছে। সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে বোর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ১৯:৪৫
Share:

টিকিট বিক্রি করেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ছবি: টুইটার থেকে

এ বারের সিরিজে কোনও দর্শক ঢোকার নিয়ম নেই। তাই ভারতের বিরুদ্ধে সিরিজের কোনও টিকিট বিক্রিও করেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তবে অভিযোগ ওঠে হসপিটালিটি টিকিট বিক্রি করা হয়েছে। সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে বোর্ড।

দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে বলা হয়, “ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের কিছু টিকিট নিয়ে গণ্ডগোল তৈরি হয়েছে। বোর্ডের তরফে কোনও টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দু’টি দল জৈবদুর্গের মধ্যে খেলছে। কোনও ভাবেই সেটা যাতে নষ্ট না হয় সেই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিছু টিকিট ব্যবসায়িক সহযোগী এবং ভারতীয় দলের সঙ্গে আসা অতিথিদের দিতে বাধ্য বোর্ড। সেই টিকিট দেওয়া হয়েছে। কোনও টিকিট বিক্রি করা হয়নি।”

Advertisement

সেই কারণেই মাঠে কিছু দর্শক দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনের খেলা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement