ঢাকা রয়েছে মাঠ। ছবি: টুইটার থেকে।
সারা দিন ধরে হল বৃষ্টি। মাঠে বল গড়াল না। প্রায় চার ঘণ্টা অপেক্ষা করার পরে দ্বিতীয় দিনের খেলা স্থগিত ঘোষণা করে দিলেন আম্পায়াররা।
ফের বৃষ্টি শুরু হয়েছে সেঞ্চুরিয়নে। এর মধ্যেই মধ্যাহ্নভোজের বিরতি সেরে নিয়েছেন বিরাট কোহলীরা।
বৃষ্টি থেমেছে। কিন্তু এখনও ভিজে রয়েছে মাঠ। ফলে এখনও খেলা শুরু করা যাচ্ছে না। ভারতীয় সময় দুপুর ৩টেয় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা।
সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সেঞ্চুরিয়নে। মাঠে জল জমেছে। ফলে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে।