উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস ভারতের। ছবি: টুইটার থেকে
জাডেজার বলে আউট সাউদি। জয়ের পথে ভারত। প্রয়োজন আর ১ উইকেট।
জাডেজার বলে এলবিডব্লিউ হলেন কাইল জেমিসন। জয়ের জন্য আর ২ উইকেট চাই ভারতের।
জাডেজার বল রবীন্দ্রর পায়ে লাগায় আউট চেয়েছিল ভারত। আম্পায়ার আউট দিয়েও দেন। কিন্তু রিভিউ নেয় নিউজিল্যান্ড। তাতে দেখা যায় নট আউট রবীন্দ্র।
অশ্বিনের বলে বোল্ড ব্লান্ডেল। ৩৮ বলে ২ রান করে ফিরলেন তিনি।
জাডেজার বলে আউট উইলিয়ামসন। বড় সাফল্য ভারতের। ১১২ বলে ২৪ রান করে ফিরলেন কিউয়ি অধিনায়ক।
অক্ষর পটেলের বলে বোল্ড হেনরি নিকোলস। পঞ্চম উইকেট হারাল নিউজিল্যান্ড। লড়ছেন উইলিয়ামসন।
শেষ সেশনে অশ্বিনদের দিকেই তাকিয়ে সমর্থকরা। ম্যাচ জিততে আর ৬ উইকেট চাই ভারতের।
চতুর্থ উইকেট হারাল নিউজিল্যান্ড। টেস্টের শেষ সেশনে ৬ উইকেট নিতে পারলেই জিতে যাবে ভারত। রস টেলরকে ফিরিয়ে দিলেন রবীন্দ্র জাডেজা।
অশ্বিনের বলে আউট লাথাম। ভাঙলেন হরবজন সিংহের রেকর্ড। ৫২ রান করে আউট লাথাম।
উমেশ যাদবের বলে পুল করতে গিয়ে শুভমন গিলের হাতে ক্যাচ দিলেন সমারভিলি। তবে আউট হওয়ার আগে ১১০টি বল খেলে ফেলেছেন নিউজিল্যান্ডের রাতপ্রহরী। ৩৬ রান করার থেকেও ভারতীয়দের কাছে যা অনেক বেশি চিন্তার।
প্রথম সেশনে কোনও উইকেট ফেলতেই পারল না ভারত। অশ্বিনদের ঠেকিয়ে রাখলেন লাথাম এবং সমারভিলি।
পঞ্চম দিনের শুরুটা নিউজিল্যান্ডের। ২৬ ওভার বল করে একটিও উইকেট ফেলতে পারল না ভারত। ৩০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬৩/১।
এখনও ক্রিজে রয়েছে নৈশপ্রহরী উইলিয়াম সমারভিলি। ১৫ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৩৪/১। ওপেনার লাথাম ১২ রানে অপরাজিত। সমারভিলি করেছেন ১৮ রান।
রবিবার দু’ওভার উইকেটকিপিং করে মাঠ ছেড়েছিলেন ঋদ্ধিমান সাহা। সোমবার তাঁর জায়গায় শ্রীকর ভরত।
অশ্বিনের বলে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেলেন ইশান্ত। তাঁর বদলে মাঠে নামলেন সূর্যকুমার যাদব।
রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে প্রথম টেস্ট। টি২০ সিরিজ জয়ের পর, এই সিরিজেও নিউজিল্যান্ডকে হারাতে চাইবেন তিনি। সোমবার সেই লক্ষ্যে মাঠে নামছেন রহাণেরা।
কানপুরে প্রথম টেস্ট জয়ের জন্য ভারতের প্রয়োজন আর ৯ উইকেট। প্রথম ইনিংসে ব্যাট করে ভারত করে ৩৪৫ রান। জবাবে নিউজিল্যান্ড শেষ হয়ে যায় ২৯৬ রানে। ৪৯ রানে লিড নেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য রাখে ২৮৪ রানের। চতুর্থ দিনের শেষ বেলায় উইল ইয়ংয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড।