উইকেট নিয়ে উল্লাস জেমিসনের। ছবি টুইটার
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন নিউজিল্যান্ড বাকি বোলাররা যখন সাফল্য পেতে হিমশিম খাচ্ছিলেন, কাইল জেমিসন তখন আগুন ঝরাচ্ছিলেন। কানপুরের গ্রিন পার্কের পিচে তাঁর বোলিংয়ের সামনে কেঁপে গিয়েছিলেন ভারতীয় ব্যাটাররা। গোটা দিনই তিনি দুরন্ত বোলিং করলেন। জানালেন, দ্বিতীয় দিনেও ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলতে তিনি তৈরি।
প্রথম সেশনে ময়াঙ্ক আগরওয়ালকে ফেরানোর পর দ্বিতীয় সেশনে শুভমন গিল এবং অজিঙ্ক রহাণেকে আউট করেন তিনি। ম্যাচের পর জেমিসন বলেছেন, “খুব বেশি পরিশ্রম করতে হয়নি। শুরুতেই সুইং পেয়ে গিয়েছিলাম। সেটাই কাজে লেগেছে। গত দু’মাসে প্রায় খেলিইনি। তাই মাঠে ফিরতে পেরে ভাল লাগছে। আশা করি কাল সকালেও বল সুইং করবে এবং সেটা কাজে লাগাতে পারব।”
জেমিসন মনে করেন, প্রথম দিনের শেষে নিউজিল্যান্ড ভাল জায়গাতেই রয়েছে। বলেছেন, “ভারত ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে রয়েছে। আমরাও কিন্তু লড়াই ছাড়িনি। দ্বিতীয় সকালে ভাল ভাবে শুরু করতে হবে।” ভারতের শ্রেয়স আয়ার ৭৫ রানে ব্যাট করছেন। সঙ্গী হিসেবে রয়েছেন রবীন্দ্র জাডেজা। তিনিও অর্ধশতরান করেছেন। দু’জনের জুটিও ১০০ রান পেরিয়েছে।