India Vs Bangladesh

সামনে রোহিতের ভারত, প্রথম বার বাংলাদেশের অধিনায়ক হয়ে কী বলছেন লিটন দাস?

তামিম ইকবাল চোটে ছিটকে যাওয়ায় ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন লিটন দাস। সিরিজ় শুরুর আগে ভারতকে নিয়ে কী বলছেন লিটন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ ২১:৫৬
Share:

তামিম ইকবাল চোটে ছিটকে যাওয়ায় বাংলাদেশের এক দিনের দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। —ফাইল চিত্র

দলের অধিনায়ক চোট পাওয়ায় পরিবর্ত অধিনায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন তিনি। আর প্রথম সিরিজ়েই সামনে ভারত। দেশের মাটিতে রোহিত শর্মাদের বিরুদ্ধে খেলতে নামার আগে বেশি চিন্তা করছেন না লিটন দাস। তিনি চান, উপভোগ করে খেলতে। ভারতের বিরুদ্ধে আগে থেকে পিছিয়ে থাকতে রাজি নন তিনি।

Advertisement

রবিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে সাংবাদিক বৈঠকে লিটন বলেন, ‘‘দেশকে নেতৃত্ব দেওয়া সব ক্রিকেটারের কাছেই স্বপ্ন। আমার সেই স্বপ্ন সত্যি হয়েছে। জানি ভারত অনেক শক্তিশালী দল। কিন্তু আমরা আগে থেকে পিছিয়ে থাকতে চাইছি না। লড়াই করব। ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামব।’’

তাঁর উপর ভরসা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন লিটন। বলেছেন, ‘‘আমাকে দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। তারা যে ভরসা দেখিয়েছে তার দাম দিতে চাই। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব। ভারত বড় দল হলেও ঘরের মাঠে আমরা ভাল খেলি। সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।’’

Advertisement

এক দিনের সিরিজ়ে তামিম ইকবাল ও তাসকিন আহমেদকে পাবে না বাংলাদেশ। দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অভাব ঢাকা কঠিন বলে মনে করছেন লিটন। তিনি বলেছেন, ‘‘ওরা দু’জনেই খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ওরা না থাকায় কিছুটা সমস্যা হবে। কিন্তু দলের বাকি ক্রিকেটাররাও ভাল। একটা দল হিসাবে খেলার চেষ্টা করব আমরা।’’

বাংলাদেশের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ ও দু’টি টেস্টের সিরিজ় খেলবে ভারত। রবিবার থেকে শুরু হবে সিরিজ়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement