Ravichandran Ashwin

পকেটে ৬ উইকেট, জোড়া নজির! এ বার শান্তিতে ঘুমোবেন অশ্বিন

কঠিন পিচে বোলিং করে সাফল্য পেয়ে অশ্বিন জানিয়ে দিলেন, শুক্রবার রাতটা শান্তিতে ঘুমোবেন। পাশাপাশি নিজের সাফল্যের রহস্যও জানিয়ে দিতে ভোলেননি এই অফস্পিনার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৩ ২১:৪৩
Share:

চলতি সিরিজ়ে ২৪টি উইকেট নিয়েছেন অশ্বিন। এখনও একটি ইনিংসে বল করা বাকি। ছবি: পিটিআই

ইনিংসে ৬ উইকেট। সঙ্গে জোড়া নজির। আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে স্বাভাবিক ভাবেই বেশ খুশি রবিচন্দ্রন অশ্বিন। কঠিন পিচে বোলিং করে সাফল্য পেয়ে অশ্বিন জানিয়ে দিলেন, শুক্রবার রাতটা শান্তিতে ঘুমোবেন। পাশাপাশি নিজের সাফল্যের রহস্যও জানিয়ে দিতে ভোলেননি এই অফস্পিনার। এটাও বলে দিয়েছেন, ঠিক মতো খেলতে পারলে এই পিচে ভারতের পক্ষে বড় রান করা সম্ভব।

Advertisement

ম্যাচের পর অশ্বিন বলেছেন, “মাত্র তিনটি উইকেটের বদলে দিনের শেষে অনেকগুলো উইকেট পেলে মন ভাল থাকে। সে কারণেই আজ আমার মন ভাল। যে কোনও বোলারের কাছে উইকেট সবচেয়ে মূল্যবান। মাঝে মাঝে বল না করলেও ঠিক আছে। কিন্তু সাফল্য না পেলে ভাল লাগে না। আজ তাই একটু তাড়াতাড়ি শুতে যাব এবং ভাল করে ঘুমোব।”

চলতি সিরিজ়ে ২৪টি উইকেট নিয়েছেন অশ্বিন। এখনও একটি ইনিংসে বল করা বাকি। প্রথম ইনিংসে ৪৭.২ ওভার হাত ঘুরিয়ে ৯১ রানে ৬টি উইকেট পেয়েছেন। অশ্বিনের মতে, পিচ এতটা শ্লথ হবে আশা করেননি। ধীরে ধীরে এই পিচে ব্যাট করা কঠিন হবে বলে মনে করছেন। তা সত্ত্বেও আশার কথা শুনিয়ে বলেছেন, “দ্বিতীয় ইনিংসে যারা ভাল ব্যাট করবে, ম্যাচ তাদের দিকেই থাকবে। আশা করি আমাদের টপ অর্ডার এ বার বড় রান করবে। প্রত্যেকের জন্য আমি গলা ফাটাব। পিচ দেখে মনে হয়েছে অনেক বার রোল করা হয়েছে এবং ঘাস কাটা হয়েছে। চেন্নাইয়েও এ রকম দেখেছি। আশা করি তৃতীয় দিনেও পিচ ঠিক থাকবে। তবে পরের দিকে পিচ ভাঙতে পারে।”

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ ভাল যায়নি অশ্বিনের কাছে। তাই এই সিরিজ়‌ে ভাল কিছু করতে মরিয়া ছিলেন। বলেছেন, “বাংলাদেশ সফরের পর থেকেই নিজের বোলিংয়ে ছোটখাটো বদল করেছি। বল করার সময় হাত নামানো এবং কব্জির অবস্থানে বদল করেছি। এতে আরও বেশি আগ্রাসী হয়েছি। বাংলাদেশে ভাল সময় যায়নি। এ বারও পিচ থেকে সাহায্য ছিল না। কিন্তু গতি আর বৈচিত্র এনে সাফল্য পেয়েছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement