ইনদওরে ভারতের হারের একটাই ব্যাখ্যা দিলেন অধিনায়ক রোহিত শর্মা। —ফাইল চিত্র
ইনদওরে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছে ভারত। এই হারের দায় সম্পূর্ণ ব্যাটারদের উপর চাপালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর মতে, দুই ইনিংসেই ভাল ব্যাট করতে না পারার খেসারত দিতে হয়েছে দলকে।
ম্যাচ শেষে রোহিত বলেছেন, ‘‘আমাদের শুরুটা একদম ভাল হয়নি। প্রথম ইনিংসে ভাল ব্যাট করতে পারিনি আমরা। এই পিচে ৮০-৯০ রানের লিড অনেক বেশি। আমরা জানতাম, লড়াইয়ে থাকতে হলে দ্বিতীয় ইনিংসে ভাল খেলতে হবে। কিন্তু সেটাও পারলাম না। সব ঘেঁটে গেল।’’
নাগপুর, দিল্লির পরে ইনদওরের উইকেট নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু পিচ নিয়ে খুব একটা ভাবতে নারাজ রোহিত। তাঁর মতে, যে পিচই হোক না কেন, ভাল না খেললে ম্যাচ জেতা যাবে না। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের একটা বিষয় বুঝতে হবে যে পিচ যেমনই হোক না কেন, ভাল না খেললে জেতা যাবে না। কঠিন পিচে খেললে একটু সাহস দেখাতে হয়। রান করার জন্য ভাল পরিকল্পনা করতে হয়। তার পরে সেই পরিকল্পনা অনুযায়ী খেলতে হয়। সেটাই আমরা করতে পারিনি। তাই হারতে হয়েছে।’’
ইনদওরে হারায় এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত। কিন্তু সেই বিষয়ে এখন থেকে বেশি ভাবতে চান না রোহিত। তিনি বলেছেন, ‘‘এখনও ফাইনাল নিয়ে কিছু ভাবিনি। আমদাবাদে গিয়ে আমরা আলোচনায় বসব। কোথায় ভুল হয়েছে সেটা খতিয়ে দেখব। তার পর ভুল শুধরে নামতে হবে। প্রথম দুই টেস্টে যে ভাবে খেলেছিলাম, সে ভাবেই খেলতে হবে পরের টেস্ট। তার পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবব।’’
এখন সিরিজ়ে ২-১ এগিয়ে ভারত। ৯ মার্চ থেকে আমদাবাদে শুরু চতুর্থ টেস্ট। সেই টেস্ট জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পাকা ভারতের। সেই লক্ষ্যেই আমদাবাদে নামবেন রোহিতরা।