Temba Bavuma

দ্বিতীয় এক দিনের ম্যাচে নেই বাভুমা, নিজেই কি নিজেকে বসিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক?

প্রথম একাদশে দু’টি পরিবর্তন করল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক বাভুমা এবং স্পিনার শামসি খেলছেন না। জানানো হয়েছে, তাঁরা অসুস্থ। দু’জনের প্রথম একাদশে থাকা নিয়ে অবশ্য আগেই প্রশ্ন উঠেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২২ ১৩:৪৫
Share:

অসুস্থ বাভুমা খেলতে পারছেন দ্বিতীয় এক দিনের ম্যাচে। ছবি: টুইটার।

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে নিজেকে দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ থেকে সরিয়ে নিলেন টেম্বা বাভুমা। তাঁর পরিবর্তে রবিবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন কেশব মহারাজ। টসের সময় মহারাজ জানিয়েছেন, বাভুমা অসুস্থ। তাই খেলছেন না। একই কারণে খেলছেন না তাবরেইজ় শামসিও।

Advertisement

ভারত সফরে এক দমই ছন্দে নেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। টি-টোয়েন্টি সিরিজ়ে ব্যর্থতার পর প্রথম এক দিনের ম্যাচেও রান পাননি তিনি। প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচে কোনও রান করতে পারেননি বাভুমা। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে করেন ৩ রান। তার পর প্রথম এক দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৮ রান। অর্থাৎ, ভারত সফরে এসে চারটি ম্যাচ খেলে মাত্র ১১ রান এসেছে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের ব্যাট থেকে। যদিও সরকারি ভাবে জানানো হয়েছে, রবিবার সকালে উঠে হঠাৎ অসুস্থ বোধ করছিলেন বাভুমা। সে জন্যই খেলছেন না।

ভারতীয় বোলারদের বিরুদ্ধে কোনও ম্যাচেই স্বচ্ছন্দ দেখায়নি বাভুমাকে। সাধারণ বলেও আউট হয়েছেন। তাঁর প্রথম একাদশে থাকা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছিল। সম্ভবত ব্যর্থতার কারণেই নিজেকে প্রথম একাদশ থেকে সরিয়ে নিয়েছেন বাভুমা। প্রথম এক দিনের ম্যাচে ৮ ওভারে ৮৯ রান দেওয়া শামসিকেও রবিবার দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশে রাখা হয়নি।

Advertisement

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়ার কথা বাভুমার। তাঁর ছন্দে না থাকা দক্ষিণ আফ্রিকার জন্য উদ্বেগের কারণ হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement