Team India

নভেম্বরে বিদেশে টি-টোয়েন্টি সিরিজ়‌ খেলতে যাবে ভারত, কবে, কাদের বিরুদ্ধে খেলা রোহিতদের?

বৃহস্পতিবার ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করেছিল ভারত। শুক্রবার আরও একটি সিরিজ় ঘোষণা করে দেওয়া হল। নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজ়‌ খেলতে যাবে ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২৪ ১৯:১১
Share:

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

বৃহস্পতিবার ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করেছিল ভারত। শুক্রবার আরও একটি সিরিজ় ঘোষণা করে দেওয়া হল। নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজ়‌ খেলতে যাবে ভারত। চারটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা রয়েছে।

Advertisement

আগামী ৮ নভেম্বর ডারবানের কিংসমিড স্টেডিয়ামে প্রথম ম্যাচ। ১০ নভেম্বর দ্বিতীয় ম্যাচে কেবেরহার সেন্ট জর্জেস পার্কে। এর পর ১৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে তৃতীয় ম্যাচ। চতুর্থ তথা শেষ ম্যাচ ১৬ নভেম্বর, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেও বিশ্রাম নেই ভারতের। জ়িম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে। বাংলাদেশ, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ ছাড়াও সীমিত ওভারের সিরিজ়‌ রয়েছে। পরের বছর ইংল্যান্ডের বিরুদ্ধেও এক দিনের সিরিজ়‌ রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সূচি প্রকাশ করেছে। সেখানে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি, কিউয়িদের বিরুদ্ধে তিনটি টেস্ট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচের কথা উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর থেকে। সেটি হবে চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্ট কানপুরে। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই টেস্ট। টি-টোয়েন্টি সিরিজ় শুরু হবে ধর্মশালায়। ৬ অক্টোবর হবে প্রথম ম্যাচ। দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে ৯ অক্টোবর। তৃতীয় ম্যাচটি হবে হায়দরাবাদে। ১২ অক্টোবর হবে সেই ম্যাচ।

চার দিন পরেই শুরু নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরু হয়ে যাবে। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ১৬ অক্টোবর থেকে। পুণেতে দ্বিতীয় টেস্ট ২৪ অক্টোবর থেকে। তৃতীয় টেস্ট মুম্বইয়ে। ১ নভেম্বর থেকে শুরু সেই টেস্ট।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারত। প্রথম ম্যাচ পরের বছর ২২ জানুয়ারি। হবে চেন্নাইয়ে। পরের ম্যাচটি কলকাতায়। সেটি হবে ২৫ জানুয়ারি। রাজকোটে খেলা হবে ২৮ জানুয়ারি। চতুর্থ ম্যাচ পুণেতে। ৩১ জানুয়ারি হবে সেই ম্যাচ। ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে হবে পঞ্চম টি-টোয়েন্টি। এক দিনের সিরিজ় শুরু ৬ ফেব্রুয়ারি থেকে। ম্যাচ হবে নাগপুরে। কটকে দ্বিতীয় ম্যাচ। ৯ ফেব্রুয়ারি হবে সেই ম্যাচ। শেষ ম্যাচ আমদাবাদে। ১২ ফেব্রুয়ারি হবে সেই ম্যাচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement