গোলাপি বল। — ফাইল চিত্র।
এ বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। সেখানে পাঁচটি টেস্ট খেলবে তারা। সেই সিরিজ়েও থাকছে গোলাপি বলের একটি টেস্ট। বাকি ম্যাচগুলি কোথায় হবে তা-ও জানা গেল একটি সূত্র মারফত। ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করলেও একাধিক সূত্রের খবর, সূচি মোটামুটি নিশ্চিত।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রথম টেস্ট হতে চলেছে পার্থে। ইদানীং সেই মাঠে টেস্ট দেখতে খুব বেশি দর্শক আসছেন না। তবু সেখানেই ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে চলেছে অস্ট্রেলিয়া। সাধারণত ব্রিসবেনে মরসুমের প্রথম টেস্ট খেলে থাকে অস্ট্রেলিয়া। এ বার সেটা হচ্ছে না।
দ্বিতীয় টেস্ট হতে চলেছে অ্যাডিলেডে। সেটিই হবে দিন-রাতের। গত বারের সফরে একমাত্র দিন-রাতের টেস্টটি হয়েছিল অ্যাডিলেডেই। এ বার দক্ষিণ অস্ট্রেলিয়া সরকার প্রবল চেষ্টা করেছে দিন-রাতের টেস্ট তাদের মাঠে আনার। সেই প্রচেষ্টায় তারা সফল হয়েছে বলেই জানা গিয়েছে। গত বার দিন-রাতের টেস্টে খারাপ ভাবে হেরেছিল ভারত। ম্যাচে শুধু আট উইকেটে হারেইনি, দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গিয়েছিল ৩৬ রানে।
তৃতীয় টেস্ট হতে চলেছে ব্রিসবেনের গাব্বায়। গত বার এই মাঠেই জিতে অস্ট্রেলিয়ার দুর্গ ভেঙেছিল অজিঙ্ক রাহানের ভারত। দীর্ঘ ৩২ বছর পর গাব্বায় হেরেছিল অস্ট্রেলিয়া। কিছু দিন আগে ওয়েস্ট ইন্ডিজ়ও তাদের হারিয়েছে গাব্বাতে। ফলে অস্ট্রেলিয়া দলে ‘গাব্বার অহংকার’ আর নেই।
প্রথা মতোই চতুর্থ এবং পঞ্চম টেস্ট হতে চলেছে মেলবোর্ন এবং সিডনিতে। ২৬ ডিসেম্বর ‘বক্সিং ডে টেস্ট’ হবে মেলবোর্নে। পরের বছরের প্রথম টেস্ট হবে সিডনিতে। এর পরে বিগ ব্যাশ লিগে যাতে অস্ট্রেলিয়ার প্রথম সারির ক্রিকেটারেরা খেলতে পারেন, সেই চেষ্টা করছে তাদের বোর্ড।