WTC 2023-25

লজ্জার হারে টেস্ট বিশ্বকাপে পিছিয়ে পড়ল ভারত, ঘাড়ের কাছে আরও দু’দল, চাপে রোহিতেরা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়ল ভারত। নিউ জ়িল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হেরে দ্বিতীয় স্থানে নেমে গেলেন রোহিত শর্মারা। শীর্ষে অস্ট্রেলিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১৩:৪৯
Share:

রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরের আগে চিন্তা বাড়ল ভারত অধিনায়কের। —ফাইল চিত্র।

এক মাস আগেও ছবিটা অন্য রকম ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে জায়গা পাকা করছিল ভারত। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান ক্রমেই বাড়ছিল। কিন্তু নিউ জ়িল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হেরে দ্বিতীয় স্থানে নেমে গেলেন রোহিত শর্মারা। শীর্ষে অস্ট্রেলিয়া। তিন ও চার নম্বরে থাকা শ্রীলঙ্কা ও নিউ জ়িল্যান্ড ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। সামনেই অস্ট্রেলিয়া সফর। সেখানে যাওয়ার আগে চিন্তা বাড়ল ভারতীয় দলের।

Advertisement

শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১২টি টেস্টের মধ্যে আটটি জিতেছে, তিনটি হেরেছে ও একটি ড্র করেছে। তাদের পয়েন্ট ৯০। পয়েন্টের শতাংশ ৬২.৫০। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই শীর্ষে থাকা দুই দল বিশ্বকাপের ফাইনাল খেলে। এই সিরিজ়ের আগে ১১টি টেস্টের মধ্যে আটটি জিতেছিল ভারত। কিন্তু এই সিরিজ়ের পর ভারত ১৪টি টেস্টের মধ্যে আটটি জিতেছে, পাঁচটি হেরেছে ও একটি ড্র করেছে। ভারতের পয়েন্ট ৯৮। কিন্তু রোহিতদের পয়েন্টের শতাংশ অস্ট্রেলিয়ার থেকে কম। ৫৮.৩৩ শতাংশ।

তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। ন’টি টেস্টের মধ্যে পাঁচটি জিতেছে তারা। হেরেছে চারটি। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.৫৬ শতাংশ। ভারতকে চুনকাম করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আবার ফিরে এসেছে নিউ জ়িল্যান্ড। ১১টি টেস্টে তারা জিতেছে ছ’টি। হেরেছে পাঁচটি। টম লাথামদের পয়েন্টের শতাংশ ৫৪.৫৫। ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এই দুই দল।

Advertisement

ঘরের মাঠে সিরিজ় হারলেও এখনও টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ রয়েছে ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় জিততে হবে। তবে লড়াই কঠিন রোহিতদের। কারণ, দেশের মাঠে এই লজ্জার হারের ধাক্কা কাটিয়ে ফিরতে হবে তাঁদের। সেটা করা সহজ হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement