(বাঁ দিক থেকে) দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচে হ্যারিস রউফ, বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।
গত রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে মহম্মদ রিজ়ওয়ানের দলকে হারিয়ে দেন রোহিত শর্মারা। এই বছর সেই হারের বদলা নেওয়ার সুযোগ পাবে পাকিস্তান। এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। বছরের শেষ দিকে মুখোমুখি হবে দুই দল।
২০২৩ সালে এশিয়া কাপ জিতেছিল ভারত। এই বছর আবার এশিয়া কাপ হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে যে, সেপ্টেম্বরে এই প্রতিযোগিতা আয়োজন করার ভাবনায় রয়েছে তারা। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এ বারের এশিয়া কাপ। খেলবে আটটি দল। মোট ১৯টি ম্যাচ হবে বলে জানা গিয়েছে। প্রতিযোগিতার আয়োজক ভারত হলেও ম্যাচগুলি শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসিসি ঠিক করেছে ভারত এবং পাকিস্তানে আপাতত কোনও প্রতিযোগিতা দেওয়া হবে না। দুই দল একে অপরের দেশে গিয়ে খেলতে রাজি নয়। সেই কারণেই এমন পরিকল্পনা এসিসি-র। গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহি রয়েছে। আরও একটি দল যোগ দেবে সেই গ্রুপে। অন্য গ্রুপে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সেই গ্রুপেও একটি দল যোগ দেবে। হংকং এবং ওমান এই বছরের এশিয়া কাপ খেলবে। ২০২৩ সালে নেপাল খেলেছিল এশিয়া কাপে। এ বারে তারা যোগ্যতা অর্জন করতে পারেনি।
শেষ এশিয়া কাপ হয়েছিল ২০২৩ সালে। সে বার এক দিনের ক্রিকেট হয়েছিল। আটটি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। সেখান থেকে দু’টি করে দল পরের পর্বে উঠবে। সেখানে চারটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সেখান থেকে দু’টি দল উঠবে ফাইনালে। ফলে এই বছর আরও তিন বার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।