আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে ৯ মার্চ পর্যন্ত। তবে সূচি নিয়ে সবটাই এখনও পরিকল্পনার স্তরে রয়েছে। ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ হতে পারে ১ মার্চ।
আইসিসির এক আধিকারিক বলেছেন, “পাকিস্তান বোর্ডের তরফে ১৫টি ম্যাচের সম্ভাব্য সূচি দেওয়া হয়েছে। সাতটি ম্যাচ হবে লাহোরে, তিনটি করাচিতে এবং বাকি পাঁচটি রাওয়ালপিন্ডিতে।” আরও বলেছেন, “দু’টি সেমিফাইনাল হবে যথাক্রমে করাচি ও রাওয়ালপিন্ডিতে। ফাইনাল হবে লাহোরে।”