ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদ্যাপনে বড় পদক্ষেপ আমেরিকায়। প্রতীকী চিত্র
ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদ্যাপনে বড় পদক্ষেপ করেছে আমেরিকায় অবস্থিত ভারতীয় দূতাবাস। আমেরিকায় প্রবাসী ভারতীয়রা খেলবেন ক্রিকেট। আন্তর্জাতিক লিবার্টি কাপের উদ্বোধন হবে এই খেলা দিয়ে। আগামী ২২ অক্টোবর হবে এই খেলা।
আমেরিকায় প্রবাসী ভারতীয় ও অস্ট্রেলীয়দের মধ্যে হবে এই টি-টোয়েন্টি ম্যাচ। গত সপ্তাহে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ ও আমেরিকায় ভারতের কনসাল জেনারেল রণধীর জায়সওয়াল ভারতীয় দলের জার্সি প্রকাশ করেছেন। ভারতীয় দলের নাম দেওয়া হয়েছে নিউইয়র্ক থান্ডারবোল্টস ক্রিকেট ক্লাব।
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল বরুণ জেফ, নিউইয়র্ক থান্ডারবোল্টস ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা তথা অধিনায়ক রাজ মোহাবে, দলের সহ-প্রতিষ্ঠাতা গৌরব জায়সওয়াল এবং দলের বাকি সদস্যরা।
ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করা ও আমেরিকায় ক্রিকেটের প্রচারের জন্য এই লিবার্টি কাপের আয়োজন করা হয়েছে। ২০২৩ সাল থেকে আরও কয়েকটি দেশের কনসাল জেনারেলকে এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করছেন আয়োজকরা।