ICC World Cup 2023

বিশ্বকাপের আহত একাদশ! ভারতের ২, পাকিস্তানের ২, বাকি সাত জন কারা?

বিশ্বকাপ যত এগিয়ে আসছে তত লম্বা হচ্ছে চোট পাওয়া ক্রিকেটারদের তালিকা। ছ’টি দেশের বিশ্বকাপের দলে থাকা ১১জন ক্রিকেটারের খেলা অনিশ্চিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৫১
Share:

এক দিনের বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।

এক দিনের বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই বাড়ছে আহত ক্রিকেটারের সংখ্যা। প্রস্ততির জন্য সব দলই এক দিনের সিরিজ় বা প্রতিযোগিতা খেলতে ব্যস্ত। খেলতে গিয়ে প্রায় প্রতি দিনই কোনও না কোনও ক্রিকেটারের চোট পাওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন দেশের বিশ্বকাপের দলে থাকা ১১জন ক্রিকেটার এখনও পর্যন্ত অনিশ্চয়তার তালিকায়।

Advertisement

বিশ্বকাপের আগে সব থেকে বেশি সমস্যায় শ্রীলঙ্কা। তাদের তিন জন ক্রিকেটার চোটের তালিকায়। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার দু’জন ক্রিকেটারও চোটের জন্য বিশ্বকাপে অনিশ্চিত।

১) অক্ষর পটেল

Advertisement

এশিয়া কাপ খেলতে গিয়ে চোট পেয়েছেন অক্ষর পটেল। স্পিনার অলরাউন্ডারকে প্রতিযোগিতার ফাইনালে পাননি রোহিত শর্মারা। তাঁর পরিবর্ত হিসাবে শ্রীলঙ্কায় নিয়ে যেতে হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়েও খেলার সম্ভাবনা নেই অক্ষরের। তাঁর চোট খুব গুরুতর নয়। আশা করা হচ্ছে বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবেন তিনি।

২) শ্রেয়স আয়ার

পিঠের চোট সারিয়ে দীর্ঘ দিন পর এশিয়া কাপে ভারতীয় দলে ফিরেছিলেন শ্রেয়স। প্রতিযোগিতায় দু’টি ম্যাচ খেলার পরেই তাঁর পিঠে আবার ব্যথা শুরু হয়েছে। আর মাঠে নামতে পারেননি তিনি। মুম্বইয়ের ব্যাটারেরও বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন চিহ্ন। তাঁর চোট নিয়ে এখনও বিস্তারিত জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

৩) নাসিম শাহ

পাকিস্তানের জোরে বোলারও চোট পেয়েছেন এশিয়া কাপে। সুপার ফোর পর্বে ভারতের বিরুদ্ধে ম্যাচে কাঁধে চোট পেয়েছেন তিনি। তাঁর সুস্থ হতে কিছুটা সময় লাগবে বলে জানিছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০ বছরের জোরে বোলারকে ছাড়াই বিশ্বকাপের পরিকল্পনা শুরু করেছেন বাবর আজ়মেরা।

৪) হ্যারিস রউফ

নাসিমের সঙ্গে হ্যারিসেরও বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এশিয়া কাপে সুপার ফোর পর্বে ভারতের বিরুদ্ধে ম্যাচেই চোট পেয়েছেন পাকিস্তানের জোরে বোলার। পাঁচ ওভারের পর বল করতে পারেননি। তবে তাঁর চোট গুরুতর নয়। আশা করা হচ্ছে, বিশ্বকাপে খেলতে পারবেন তিনি।

৫) মাহিশ থিকসানা

শ্রীলঙ্কার স্পিনারেরও চোট লেগেছে এশিয়া কাপে। ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলতে পারেননি তিনি। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে তাঁর। তাঁকে রিহ্যাবের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে হাই পারফরম্যান্স সেন্টারে। বিশ্বকাপের আগে থিকসানার সুস্থ হয়ে ওঠা কঠিন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

৬) ওয়ানিন্দু হাসরঙ্গ

শ্রীলঙ্কার অভিজ্ঞ স্পিনার হাসরঙ্গ। তিনিও চোটের জন্য মাঠের বাইরে। খেলতে পারেননি এশিয়া কাপে। লঙ্কা প্রিমিয়ার লিগের সময় পেশিতে চোট পেয়েছিলেন নির্ভরযোগ্য অলরাউন্ডার। লঙ্কা প্রিমিয়ার লিগে হাসরঙ্গ সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকারিও হয়েছিলেন। তাঁরও বিশ্বকাপ খেলা অনিশ্চিত।

৭) দুষ্মন্ত চামিরা

কাঁধের চোটে ভুগছেন শ্রীলঙ্কার জোরে বোলার। লঙ্কা প্রিমিয়ার লিগে পাওয়া চোটের জন্য খেলতে পারেননি এশিয়া কাপে। বিশ্বকাপের প্রাথমিক দলে তাঁকে রাখা হলেও অনিশ্চয়তা রয়েছে। দাসুন শনাকার বোলিং আক্রমণের অন্যতম ভরসা তিনি।

৮) অনরিখ নোখিয়ে

দক্ষিণ আফ্রিকার জোরে বোলার চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে। দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন। আর খেলতে পারেননি সিরিজ়ে। তাঁর পিঠের নীচের অংশে ব্যথা রয়েছে। আসন্ন বিশ্বকাপে নোখিয়েও অনিশ্চিত।

৯) সিসান্দা মাগালা

দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের অন্যতম ভরসা মাগালাও চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে। তাঁর বাঁ পায়ের হাঁটুতে আঘাত লেগেছে। সিরিজ়ের তৃতীয় ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। বিশ্বকাপের আগে তাঁর সুস্থ হয়ে ওঠা নিয়ে সংশয় রয়েছে।

১০) টিম সাউদি

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে চোট পেয়েছেন নিউ জ়িল্যান্ডের অভিজ্ঞ জোরে বোলার। ক্যাচ ধরতে গিয়ে তাঁর ডান হাতের বুড়ো আঙুল ভেঙে গিয়েছে। আঙুলের হাড় সরেও গিয়েছে ৩৪ বছরের ক্রিকেটারের। বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই।

১১) ট্র্যাভিস হেড

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে বাঁ হাতের হাড় ভেঙেছেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার। তাঁর এ বার বিশ্বকাপ খেলা হবে না। তাঁর পরিবর্ত হিসাবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে আসতে পারেন মার্নাস লাবুশেন।

২৮ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করতে হবে দেশগুলিকে। ফলে দলে থাকা আহত ক্রিকেটারদের পরিবর্ত নেওয়ার সুযোগ থাকছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement