বিশ্বকাপ শুরু হতে পারে আগামী ৫ অক্টোবর। —ফাইল চিত্র
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। তার পরেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে ৯৬৩ কোটি টাকা কর দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। বিশ্বকাপের আয়োজক আইসিসির হয়ে এই টাকা দিতে হবে ভারতীয় বোর্ডকেই।
আইসিসির নিয়মানুযায়ী, কোনও দেশ বিশ্বকাপ আয়োজন করতে চাইলে সরকারের তরফে কর ছাড়ের অনুমতি আদায় করতে হয়। যদি কর ছাড় না পাওয়া যায়, তা হলে সেই অর্থ আয়োজক দেশের ক্রিকেট বোর্ডকেই দিতে হয়। ভারতের করের নিয়মে এ ধরনের ছাড়ের কোনও উল্লেখ নেই। সে কারণে ২০১৬-তে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে বিসিসিআইয়ের কোষাগার থেকে বেরিয়ে গিয়েছিল ১৯৩ কোটি টাকা। সেই নিয়ে এখনও আইসিসির আদালতে মামলা চলছে।
বিশ্বকাপ শুরু হতে পারে আগামী ৫ অক্টোবর। প্রতিযোগিতা চলতে পারে ১৯ নভেম্বর পর্যন্ত। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। ভারতের মোট ১২টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলি। এক দিনের বিশ্বকাপের সূচি এখনও প্রকাশিত হয়নি। তবে প্রতিযোগিতা শুরুর সম্ভাব্য দিন জানাল আইসিসি। ৪৬ দিন ধরে চলবে প্রতিযোগিতা।
১০ দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের তিনটি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা হবে। বিশ্বকাপের ম্যাচগুলি হবে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধরমশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, ইনদওর, রাজকোট এবং মুম্বইয়ে। কোন শহরে কোন দল খেলবে, সে সব এখনও চূড়ান্ত হয়নি।
২০১৯ সালের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। সে বার সেমিফাইনালে হেরে যায় ভারত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনাল থেকে হেরে বিদায় নেয় তারা। এ বার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় ভারতীয় সমর্থকদের আশা ২০১১ সালের পর আবার ট্রফি জিতবেন বিরাট কোহলিরা।