টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও টিকিট ছাড়তে চলেছে আইসিসি। প্রতিযোগিতা শুরু জুন মাসে। কিন্তু এখন থেকেই টিকিটের চাহিদা বাড়ছে। দর্শকদের আবেদন মেনে আইসিসিকে সিদ্ধান্ত নিতে হয়েছে।
এ বারের বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায়। আগে ৩৮টি ম্যাচের টিকিট ছেড়েছিল আইসিসি। শুক্রবার আরও ১৩টি ম্যাচের টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। আইসিসির ওয়েবসাইটে গিয়ে সেই টিকিট কিনতে পারবেন দর্শকেরা।
আইসিসির ‘হেড অফ ইভেন্টস’ ক্রিস টেটলি বলেন, “আমরা বিশ্বকাপের স্পনসরদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি। আরও ১৩টি ম্যাচের টিকিট ছাড়া হচ্ছে। ফলে ৫৫টি ম্যাচের মধ্যে ৫১টি ম্যাচের টিকিট দর্শকেরা কিনতে পারবেন।”
টিকিটের জন্য ইতিমধ্যেই ৩০ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। বিশ্বকাপের এই চাহিদা দেখে খুশি আইসিসি। নতুন যে ম্যাচগুলির টিকিট ছাড়া হয়েছে তার মধ্যে ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচ ও দু’টি সেমিফাইনালেরও টিকিট রয়েছে।
১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২৯ জুন পর্যন্ত। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। আমেরিকার মাঠে মুখোমুখি হবে তারা। এই ম্যাচের জন্য আলাদা করে স্টেডিয়াম তৈরি করা হচ্ছে।