নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মহড়া ভারতীয় বিমানবাহিনীর। ছবি: পিটিআই।
বিশ্বকাপের ফাইনালের বাকি দু’দিন। রবিবার সেই ম্যাচের অনুষ্ঠানের মহড়া চলল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারতীয় বিমানবাহিনীর বিশেষ দল ‘সূর্যকিরণ’ রবিবার আকাশে একটি প্রদর্শনী করবে। তারই মহড়া চলছে। সেই ভিডিয়ো পোস্ট করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগেই হবে সূর্যকিরণের প্রদর্শনী। ১০ মিনিটের একটি প্রদর্শনী হবে। শুক্রবার একটি মহড়া হয়েছে। শনিবার আবার একটি মহড়া হবে। ন’টি বিমান থাকবে রবিবারের প্রদর্শনীতে। সারা দেশ জুড়ে সূর্যকিরণ দল এমন প্রদর্শনী করে। আকাশে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করায় পারদর্শী এই দল। রবিবার কী কী আকৃতি এই দল তৈরি করবে, সেই নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
নিউ জ়িল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে উঠেছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া জিতেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০০৩ সালের পর আবার ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে খেলবে বিশ্বকাপের ফাইনালে।