Moeen Ali

Moeen Ali: এক দিনের ক্রিকেট বিরক্তিকর, দু’বছর পর কেউ খেলবে না, বললেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

টেস্ট এবং টি-টোয়েন্টির মাঝে এক দিনের ক্রিকেট আকর্ষণ হারাচ্ছে। সে কারণেই ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অনেকে। এমনই মনে করছেন মইন।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২২ ১৫:১৯
Share:

ইংল্যান্ডের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন মইন। ফাইল ছবি।

এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চলছে বিতর্ক। এ বার সেই বিতর্কে যোগ দিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি। তাঁর দাবি, দু’তিন বছর পর কেউই ৫০ ওভারের ক্রিকেট খেলতে চাইবে না। এক দিনের ক্রিকেটকে বিরক্তিকর বলেও উল্লেখ করেছেন তিনি।

Advertisement

কিছু দিন আগেই এক দিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। সেই পথেই কি হাঁটতে চলেছেন মইন? সরাসরি উত্তর দেননি তিনি। একটি সাক্ষাৎকারে মইন বলেছেন, ‘‘আমার মনে হয়, ৫০ ওভারের ক্রিকেট নিয়ে আগের মতো আর আগ্রহ নেই। আসলে আকর্ষণের তেমন কিছুই বাকি নেই। এটা সকলের পছন্দের থেকে অনেক দূরে চলে যাচ্ছে।’’

তিনি আরও বলেছেন, ‘‘আমরা ২০১৯ সালে এক দিনের বিশ্বকাপ জিতেছি ঠিকই। তবু আমার মনে হয়, দু’তিন বছর পরে আর কেউ এক দিনের ক্রিকেট খেলতে চাইবে না। আমার মতে ৫০ ওভারের ক্রিকেটের ভবিষ্যৎ ভাল নয়। কিছু একটা করা দরকার। না হলে আগামী কয়েক বছরের মধ্যে এক দিনের ক্রিকেট হারিয়ে যেতে পারে। কারণ এই ধরনের ক্রিকেট এখন দীর্ঘ এবং বিরক্তিকর মনে হচ্ছে।’’ কেন এক দিনের ক্রিকেট আগ্রহ হারাচ্ছে? মইন বলেছেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেট রয়েছে। টেস্ট আছে। এই দু’ধরনের ক্রিকেটের আকর্ষণ আলাদা। এক দিনের ক্রিকেট দু’ধরনের ক্রিকেটের মাঝামাঝি। তাই গুরুত্ব হারাচ্ছে।’’

Advertisement

এক দিনের ক্রিকেট নিয়ে আগ্রহ কমার কারণও জানিয়েছেন মইন। তাঁর বক্তব্য, ‘‘আমাদের ঘরোয়া ক্রিকেটেও ৫০ ওভারের ম্যাচ নিয়ে আগ্রহ কমছে। ১০০ বলের ক্রিকেট হচ্ছে। এক দিনের ক্রিকেট এখন আর কেউ খেলতে চাইছে না। কাউন্টি চ্যাম্পিয়নশিপ, ভাইটালিটি ব্লাস্ট বা হান্ড্রেডের জনপ্রিয়তার সঙ্গে তুলনা করলে ৫০ ওভারের ক্রিকেট অনেকটাই পিছিয়ে পড়েছে।’’

মইনের মতে, এখন অনেক ক্রিকেটারই ৫০ ওভারের প্রতিযোগিতাগুলি থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। আগামী দিনে হয়তো আরও অনেকে এক দিনের ক্রিকেট থেকে সরে যাবে। ইংল্যান্ডের অলরাউন্ডার বলেছেন, ‘‘আন্তর্জাতিক স্তরে এক সঙ্গে তিন ধরনের ক্রিকেট খেললে সেরা পারফরম্যান্স করা কঠিন। অনেকেই অনেক প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে। হয়তো আরও ক্রিকেটার এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবে।’’

প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের একাংশ মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আসার পর এক দিনের ক্রিকেট অর্থহীন। আবার অনেকে মনে করছেন তিন ধরনের ক্রিকেটই থাকবে। আইসিসিও আগামী চার বছরের ক্রীড়াসূচিতে ভাল সংখ্যায় এক দিনের ম্যাচ রেখেছে। যদিও এক দিনের ক্রিকেট নিয়ে একের পর এক ক্রিকেটারের অনীহা প্রকাশ্যে আসছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement