IPL 2025

০.১২ সেকেন্ডে স্টাম্পড ব্যাটার! কী ভাবে এত দ্রুত উইকেট ভাঙেন ধোনি, নেপথ্যে কোন বিজ্ঞান?

৪৩ বছর বয়সে মহেন্দ্র সিংহ ধোনির সেই ক্ষিপ্রতা দেখে অবাক সকলেই। কিন্তু তিনি কী ভাবে এই গতিতে স্টাম্পড করছেন? বাকিদের চেয়ে কোথায় আলাদা ধোনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৭:২৩
Share:
MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

মাত্র ০.১২ সেকেন্ডে স্টাম্পড করেছিলেন সূর্যকুমার যাদবকে। ৪৩ বছর বয়সে মহেন্দ্র সিংহ ধোনির সেই ক্ষিপ্রতা দেখে অবাক সকলেই। কিন্তু তিনি কী ভাবে এই গতিতে স্টাম্পড করছেন? বাকিদের চেয়ে কোথায় আলাদা ধোনি?

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ ছিল চেন্নাইয়ে। মুম্বইয়ের ইনিংসের ১১তম ওভারে বল করছিলেন নুর আহমেদ। আফগানিস্তানের স্পিনারের বলে ক্রিজ় ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়েছিলেন সূর্য। কিন্তু তিনি বলের নাগাল পাননি। উইকেটের পিছনে তৈরি ছিলেন ধোনি। বল হাতে আসার মাত্র ০.১২ সেকেন্ডের মধ্যে ভেঙে দেন উইকেট। যে সময় ধোনি স্টাম্পড করেন, তত ক্ষণে সূর্যের ব্যাট স্পিন শেষ হয়নি। পা ক্রিজ়ে ঢোকানো তো অনেক দূর।

এত দ্রুত স্টাম্পড করার কারণ ধোনির উইকেটরক্ষার ধরন। ভরত সুন্দর্শনের লেখা বইয়ে ধোনির উইকেটরক্ষার ব্যাখ্যা করা আছে। সেখানে তিনি লিখেছেন, “সাধারণত উইকেটরক্ষকের হাতে যখন বল আসে, তখন সে নিজের হাত শরীরের দিকে টেনে নেয়। তাতে বলের গতি ক্রমশ কমে যায়। বল যাতে হাত থেকে না বেরিয়ে যায়, সেই কারণেই এই পদ্ধতিতে বল ধরেন উইকেটরক্ষকেরা। কিন্তু ধোনি সেটা করেন না। ধোনি হাত সামনের দিকে এগিয়ে নিয়ে যান। অর্থাৎ, বল যে দিকে থেকে আসছে, ধোনির হাত সেই দিকেই এগিয়ে যায়। সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে, ধোনির হাত সেই সময় শক্ত (স্টিফ) হয়ে যায় না। অর্থাৎ, ও বেশি শক্তি প্রয়োগ করে না। কারণ বেশি শক্তি দিয়ে বল ধরতে গেলে, হাতে লেগে বল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বল ধরার সময় ধোনি হাত হালকা রাখে। তাতে বলের গতি কিছুটা কমে যায়। শুধু স্পিনারেরা নন, অনেক পেসারের বিরুদ্ধেও উইকেটের কাছে দাঁড়াতে দেখা যায় ধোনিকে।”

Advertisement

ধোনি যদিও মনে করেন স্টাম্পিংটি হঠাৎ করে হয়ে গিয়েছে। তিনি বলেন, “ওই স্টাম্পিং হঠাৎ করে হয়ে গিয়েছে। যদি খুঁটিয়ে দেখেন তা হলে বুঝবেন, ওটা দেখে মনে হবে ট্রাকের পিছন থেকে একটা চালের বস্তা যেন হঠাৎ করে পড়ে গিয়েছে। বলটাকে ভাল করে দু’হাতে ধরতে পারছি কি না, সেটাই আসল। আমি বরাবর দু’হাতে ক্যাচ ধরতে ভালবাসি। তাই এ ধরনের স্টাম্প করতে ভাল লাগে। কখনও আমাকে দেখবেন না উইকেটের পিছনে খুব ঝাঁপাচ্ছি বা এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরার চেষ্টা করছি। কিপার হিসাবে আমি বেশ শান্ত এবং সেটাই ভাল লাগে আমার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement