Shane Warne

Shane Warne: পাকিস্তানে অস্ট্রেলিয়ার সাজঘরে কী ভাবে ওয়ার্নের মৃত্যুর খবর দেন ওয়ার্নার

পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন হাতে কালো ব্যান্ড পরে খেলতে নামেন অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ক্রিকেটাররা। একই সম্মান দেখিয়েছেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটাররাও। তাঁরাও হাতে কালো ব্যান্ড পরে খেলতে নামেন। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২২ ১৩:০৫
Share:

ওয়ার্নের মৃত্যুর খবর প্রথম পান ওয়ার্নার ফাইল চিত্র

শনিবার আচমকাই প্রয়াত হন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্ন। তাইল্যান্ডের বাড়িতে মৃত্যু হয়েছে তাঁর। এই মুহূর্তে পাকিস্তান সফরে গিয়েছে অস্ট্রেলিয়া দল। সেখানেই ওয়ার্নের মৃত্যুর খবর প্রথমে পান ডেভিড ওয়ার্নার। তার পর তিনি সেই খবর সাজঘরে বাকিদের দেন। কী ভাবে ওয়ার্নার সেই খবর দিয়েছিলেন, তা জানিয়েছেন তাঁর স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার।

Advertisement

ক্যান্ডিস বলেন, ‘‘ওয়ার্নারের সঙ্গে আমার কথা হয়নি। কিন্তু ও মেসেজ করে জানায় যে ওয়ার্নের ম্যানেজারের কাছ থেকে ওর মৃত্যুর খবর পেয়েছে। তার পর সাজঘরে বাকিদের ও সেটা জানায়। এটা অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য খুব কঠিন দিন। প্রথমে রডনি মার্শ। তার পর ওয়ার্ন। পাকিস্তানের বিরুদ্ধে সারা দিন খেলার পরে হোটেলে ফিরে এ রকম একটা খবর খুবই দুর্ভাগ্যজনক।’’

ওয়ার্নের মৃত্যুর খবর পাওয়ার পরে অস্ট্রেলীয় ক্রিকেটাররা শোকাহত হলেও তার প্রভাব খেলায় পড়বে না বলেই জানিয়েছেন ক্যান্ডিস। বরং তাঁরা আরও ভাল খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। ক্যান্ডিস বলেন, ‘‘আমার মনে হয় মার্শ ও ওয়ার্নের জন্য ওরা আরও ভাল খেলার চেষ্টা করবে। ওদের কাছে সময়টা খুব কঠিন। কিন্তু মাঠে ভাল খেলে ওরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করবে।’’

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন হাতে কালো ব্যান্ড পরে খেলতে নামেন অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ক্রিকেটাররা। একই সম্মান দেখিয়েছেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটাররাও। তাঁরাও হাতে কালো ব্যান্ড পরে খেলতে নামেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement