সৌরভ এবং ধোনির কাছে শেখা নেতৃত্ব বড় ভরসা হরমনপ্রীতের। ফাইল ছবি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ়ে প্রত্যাশিত সাফল্য আসেনি। তাতে অবশ্য আত্মবিশ্বাসে ঘাটতি নেই ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিংহ ধোনির দেওয়া মন্ত্রকে হাতিয়ার করে।
১০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন চূড়ান্ত পর্বের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় মহিলা ক্রিকেট দল। ১২ ফেব্রুয়ারি ভারতের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। সেই ম্যাচ জেতাই এখন প্রথম লক্ষ্য হরমনপ্রীতের। বিশ্বকাপ জয়ের ব্যাপারে কতটা আশাবাদী হরমনপ্রীত। ভারত অধিনায়ক বলেছেন, সৌরভ এবং ধোনির কাছ থেকে যা যা শিখেছেন সেগুলিই প্রয়োগ করবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। হরমনপ্রীত বলেছেন, ‘‘আমরা সকলেই জানি মাঠে ধোনি কতটা চতুর ছিল। ওর নেতৃত্ব দেওয়া ম্যাচগুলির ভিডিয়ো দেখলে অনেক কিছু শেখা যায়। আমি সৌরভ এবং ধোনির নেতৃত্ব দেখে অনেক কিছু শিখেছি। সব সময় ছোট ছোট বিষয়গুলি আয়ত্ত করার চেষ্টা করি। এগুলি আমাকে এবং দলকে মাঠে অনেক সাহায্য করে। অধিনায়কত্বের কথা উঠলে বলব, দুই প্রাক্তন অধিনায়কের প্রভাব আমার ক্রিকেটজীবনে প্রচুর।’’
সৌরভ এবং ধোনির নেতৃত্বের কোন দিক আপনাকে বেশি আকৃষ্ট করে? হরমনপ্রীত বলেছেন, ‘‘ওরা যে ভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, সেটা আমি সত্যিই অনুসরণ করার চেষ্টা করি। সৌরভের নেতৃত্বে ভারতের পুরুষ দলের অনেক পরিবর্তন হয়েছিল। সৌরভ যে ভাবে সাজঘরের পরিবেশ বদলে দিয়েছিল, সতীর্থদের পাশে দাঁড়াত— সে সব শেখার চেষ্টা করেছি।’’
ভারতীয় দলের অধিনায়ক মনে করছেন, এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। হরমনপ্রীত বলেছেন, ‘‘এ বার বেশ কড়া লড়াই হবে বলে মনে হচ্ছে। অবশ্যই অস্ট্রেলিয়া এগিয়ে থেকে প্রতিযোগিতা শুরু করবে। তবে এ বার দলগুলের শক্তির পার্থক্য খুব কম। বেশির ভাগ ম্যাচেই ফলাফল হতে পারে কম ব্যবধানে। পারফরম্যান্সের মানও ভাল হবে।’’ ভারতের সম্ভাবনা নিয়ে অধিনায়ক বলেছেন, ‘‘আমরা ট্রফির জন্য ক্ষুধার্ত। অনেক আশা নিয়ে দক্ষিণ আফ্রিকায় এসেছি আমরা। দলে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। আমরা যে কোনও দিন যে কোনও দলকে হারাতে পারি।’’