viral video

ট্রেনের ছাদে উঠে ঝুলে ঝুলে রিল! ‘যমরাজ’কে আহ্বান করেও অলৌকিক ভাবে রক্ষা তরুণদের

দু’জন ছাত্রকে দেখা গিয়েছে ট্রেনের ছাদে উঠে বসে থাকতে। পাশ দিয়ে হু হু করে পেরিয়ে যাচ্ছে বৈদ্যুতিক খুঁটি। মুহূর্তের অসাবধানতায় ধাক্কা লেগে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১২:৫০
Share:
college students performing  stunts

ছবি: সংগৃহীত।

প্রচণ্ড বেগে ছুটে চলেছে ট্রেন। ট্রেনের বাইরে ঝুলে ঝুলে ভয়ঙ্কর স্টান্ট দেখাচ্ছেন কয়েক জন ছাত্র। রিলের নেশায় জীবন বাজি রাখতেও পিছপা হননি তাঁরা। দু’জন ছাত্রকে দেখা গিয়েছে ট্রেনের ছাদে উঠে বসে থাকতে। পাশ দিয়ে হু হু করে পেরিয়ে যাচ্ছে একের পর এক বৈদ্যুতিক খুঁটি। মুহূর্তের অসাবধানতায় ধাক্কা লেগে ঘটে যেতে পারত ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে স্টান্ট দেখানোর ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা দেখে শিউরে উঠছেন অনেকেই। ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চেন্নাইয়ের দু’টি ভিন্ন কলেজের পাঁচ জন ছাত্র দ্রুতগামী ট্রেনের কামরার বাইরে ঝুলে স্টান্ট দেখাচ্ছেন। তাঁদের মধ্যে দু’জন ছাদের উপরে দাঁড়িয়ে আছেন। এক জনের গলায় কলেজের পরিচয়পত্র ঝুলতে দেখা গিয়েছে। ছাত্রদের দলটি তাঁদের বিপজ্জনক স্টান্টটি রেকর্ড করে সমাজমাধ্যমে আপলোড করেন। ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যায়। ভিডিয়োটি ‘ইন্ডিয়া টুডে’র এক্স হ্যান্ডলেও প্রকাশ করা হয়েছে।

ভিডিয়োটি ‘রুট থালা’ নামের একটি জনপ্রিয় স্টান্টের অংশ বলে জানা গিয়েছে। এটি একটি বিপজ্জনক খেলা যেখানে প্রায়শই স্টান্ট দেখানো বা অস্ত্র প্রদর্শন করা হয়, বিশেষ করে চলন্ত ট্রেনে। বিষয়টি নিয়ে রেলের পক্ষ থেকে তদন্ত চলছে এবং পুলিশ ভিডিয়োয় থাকা ছাত্রদের খুঁজছে বলে সংবাদমাধ্যমে বলা হয়েছে।

Advertisement

এই ঘটনাটিই প্রথম বার নয়। এই ধরনের বিপজ্জনক আচরণের ভিডিয়ো বার বার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। কয়েক দিন আগে উত্তরপ্রদেশের উন্নাও জেলায় রিল বানানোর নেশায় ফোনের ক্যামেরা খুলে রেললাইনে শুয়ে পড়তে দেখা গিয়েছিল এক তরুণকে। তাঁর উপর দিয়েই চলে যায় ট্রেন। ছাত্রদের এই ধরনের রিল তৈরির জন্য জীবনের ঝুঁকি নিতে দেখে সমালোচনায় ফেটে পড়েছে নেটাগরিকেরা। কলেজ পড়ুয়া তরুণের বেপরোয়া আচরণে নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement