হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে নিউ জ়িল্যান্ডকে হারিয়েছে ভারত। তার পর থেকেই রোহিত শর্মার বদলে নিজেকে দলের মালিক ভাবছেন হার্দিক। —ফাইল চিত্র
এখনও খাতায়-কলমে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি না খেলায় দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। কিন্তু নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জিতে নিজেকে দলের ‘মালিক’ ভাবছেন হার্দিক। তাঁর কথায় তেমনই ইঙ্গিত।
নিউ জ়িল্যান্ডকে হারিয়ে হার্দিক বলেছেন, ‘‘এটা আমার দল। এই দলের মালিক আমি। তাই যদি ম্যাচ জিতি তা হলে নিজের সিদ্ধান্তে জিতব। যদি ম্যাচ হারি তা হলেও নিজের সিদ্ধান্তে হারব। আমি নিজের মতো সিদ্ধান্ত নিই। এটাই আমার খেলার ধরন।’’
এর আগেও হার্দিকের মুখে এমন কথা শোনা গিয়েছে। আসলে গত বছর আয়ারল্যান্ড সিরিজ় থেকে সব ক’টি টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন হার্দিক। ছোট ফরম্যাটে তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মুগ্ধ করেছে কোচ রাহুল দ্রাবিড় থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদের। বোর্ডের অন্দরের গুঞ্জন, রোহিতকে সরিয়ে পাকাপাকি ভাবে ছোট ফরম্যাটের অধিনায়ক করা হবে হার্দিককে। রোহিতকে শুধু এক দিন ও টেস্টের দিকে নজর দিতে বলা হয়েছে। তবে এখনও সেই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। তাই তার আগেই হার্দিকের এই ধরনের মন্তব্য ঘিরে প্রশ্ন উঠছে।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় সেরার পুরস্কারও পেয়েছেন হার্দিক। তিনি অবশ্য ভাবতে পারেননি এই পুরস্কার তাঁর ঝুলিতে যাবে। হার্দিক বলেছেন, ‘‘এই পুরস্কার দলের সব সাপোর্ট স্টাফদের জন্য। আমি সব সময় এ ভাবেই খেলি। পরিস্থিতি বোঝার চেষ্টা করি। আগে থেকে কোনও পরিকল্পনা করে নামি না। অনেক সময় সেই সিদ্ধান্ত ভুল হয়। তাতে কোনও আফসোস নেই।’’