India Cricket

বিশ্বকাপের পরেই ভারতীয় দলে নতুন অধিনায়ক, না-ও থাকতে পারেন রোহিত, বিরাটেরা, নেতা হবেন কে?

বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে খুব ভাল খেলছে ভারত। কিন্তু বিশ্বকাপের পরেই নতুন অধিনায়ক দেখা যাবে ভারতীয় দলে। কাকে দেওয়া হবে দায়িত্ব?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১০:১৩
Share:

বিরাট কোহলি (বাঁ দিকে) ও রোহিত শর্মা। —ফাইল চিত্র

বিশ্বকাপে এগিয়ে চলেছে ভারতের বিজয়রথ। অধিনায়ক হিসাবে প্রশংসা কুড়িয়েছেন রোহিত শর্মা। কিন্তু বিশ্বকাপের পরেই ভারতের নেতৃত্বে বদল হতে পারে। বিশ্বকাপ শেষ হওয়ার পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারত। সেখানে নেতৃত্ব দেওয়ার কথা ছিল হার্দিক পাণ্ড্যের। কিন্তু বিশ্বকাপে পাওয়া চোট এখনও সারেনি হার্দিকের। অস্ট্রেলিয়া সিরিজ়ে খেলতে পারবেন না তিনি। তাঁর জায়গায় নতুন অধিনায়ক বেছে নেওয়া হবে। চলতি বিশ্বকাপে খেলা ক্রিকেটারদেরও বিশ্রাম দেওয়া হতে পারে অস্ট্রেলিয়া সিরিজ়ে।

Advertisement

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, হার্দিককে অস্ট্রেলিয়া সিরিজ়ে পাওয়া যাবে না। বদলে রুতুরাজ গায়কোয়াড় ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন। এশিয়ান গেমসে রুতুরাজের নেতৃত্বে সোনা জিতেছে ভারত। আয়ারল্যান্ড সফরেও যশপ্রীত বুমরার ডেপুটি ছিলেন তিনি। তাই তাঁর উপর ভরসা দেখাতে পারে ম্যানেজমেন্ট।

রুতুরাজ ছাড়া আর এক জনের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। সূর্যকুমার যাদব। চলতি বছরই তাঁকে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছে। তাই যদি তিনি খেলেন, তা হলে তিনিও নেতৃত্ব দিতে পারেন দলকে। সবটাই নির্ভর করছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কারা খেলছেন।

Advertisement

বিশ্বকাপে খেলার ধকল সামলাতে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের বিশ্রাম দেওয়া হতে পারে। বদলে নতুন অনেক ক্রিকেটার সুযোগ পেতে পারেন। চলতি বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে কথা মাথায় রেখে তরুণদের নিয়ে দল গড়া হতে পারে।

১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল। ২৩ নভেম্বর বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারত। পরের চারটি টি-টোয়েন্টি হবে ২৬ নভেম্বর তিরুঅনন্তপুরম, ২৮ নভেম্বর গুয়াহাটি, ১ ডিসেম্বর নাগপুর ও ৩ ডিসেম্বর হায়দরাবাদে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement