Harbhajan Singh

Harbhajan Singh: কৃষক কন্যাদের জন্য বেতন দান হরভজনের

পঞ্জাবে সদ্য সরকার গঠন করেছে আম আদমি পার্টি (আপ)। হরভজন-সহ পাঁচ জনকে রাজ্যসভায় পাঠিয়েছে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ০৬:৩৫
Share:

ফাইল চিত্র।

রাজনীতির বাইশ গজে অভিষেকেই নজর কাড়লেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ। রাজ্যসভার সাংসদ হিসেবে প্রাপ্য বেতনের পুরোটাই তিনি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের কন্যা সন্তানদের শিক্ষার জন্য।

Advertisement

শনিবার গণমাধ্যমে হরভজন লিখেছেন, ‘‘রাজ্যসভার সাংসদ হিসেবে আমার বরাদ্দ বেতন কৃষকদের কন্যা সন্তানদের জন্য দিয়ে দিতে চাই। যাতে ওরা শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে উন্নতির সুযোগ পায়। দেশের উন্নয়নের জন্যই আমার এই উদ্যোগ। তার জন্য প্রয়োজনীয় সব কিছুই করব। জয় হিন্দ।’’

পঞ্জাবে সদ্য সরকার গঠন করেছে আম আদমি পার্টি (আপ)। হরভজন-সহ পাঁচ জনকে রাজ্যসভায় পাঠিয়েছে তারা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন ৪১ বছর বয়সি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার। তিনি শপথ নিয়েছেন পঞ্জাবে ক্রীড়ার উন্নতি করবেন।

Advertisement

গত বছরই হরভজন ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ভারতের হয়ে ১০৩টি টেস্ট খেলেছেন তিনি। নিয়েছেন ৪১৭টি উইকেট। ওয়ান ডে খেলেছেন ২৩৬টি। উইকেট পেয়েছেন ২৬৯টি। টি-টোয়েন্টি খেলেছেন ২৮টি। উইকেট নিয়েছেন ২৫টি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০১ সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের নেপথ্যেও অন্যতম কারিগর ছিলেন হরভজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement