—প্রতীকী চিত্র।
ছয় মারার চেষ্টা করেছিলেন ব্যাটার। তাঁর সেই চেষ্টা একসঙ্গে ঘটাল তিনটি ঘটনা। ব্যাটের হাতল থাকল হাতে। ব্যাটের বাকি অংশ উড়ে গেল মিড উইকেট অঞ্চলে। বলটিও উড়ে গেল নির্দিষ্ট পথে। মহিলাদের বিগ ব্যাশ লিগে ঘটল এমনই ঘটনা। যা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
বিগ ব্যাশ লিগে এমন কাণ্ড ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিস। ব্রিসবেন হিটের ব্যাটার পার্থ স্কর্চার্সের বিরুদ্ধে ৫৯ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন। মারেন ১২টি চার এবং ১১টি ছয়। ইনিংসের ১৪তম ওভারে সতীর্থদের নতুন একটি ব্যাট দিয়ে যাওয়ার অনুরোধ করেন হ্যারিস। এক সতীর্থ নতুন ব্যাট নিয়ে আসতে চাইলে তিনি জানান, এখনই দরকার নেই। আরও কয়েকটা বল খেলার পর নতুন ব্যাট নেবেন। তাতেই ঘটে বিপত্তি।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজ়ে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছিলেন ৩০ বছরের ক্রিকেটার। ব্যাট ভাঙলেও পার্থের শতরানের মাধ্যমে জাতীয় নির্বাচকদেরও বার্তা দিয়ে রাখলেন হ্যারিস। তাঁর শতরানের সুবাদে ব্রিসবেন ৭ উইকেটে ২২৯ রান যা মহিলাদের বিগ ব্যাশ লিগে দ্বিতীয় বৃহত্তম।
হ্যারিস হলেন তৃতীয় ক্রিকেটার, যিনি মহিলাদের বিগ ব্যাশ লিগে শতরান করলেন। আগে এই কৃতিত্ব রয়েছে অ্যালিসা হিলি এবং সোফি ডিভাইনের।