Gautam Gambhir

এখনও বেতন ঠিক হয়নি দ্রাবিড়ের উত্তরসূরি গম্ভীরের, অনিশ্চয়তা সাপোর্ট স্টাফদের নিয়েও

ভারতের কোচ হিসাবে নাম ঘোষণা হয়ে গিয়েছে। এখনও বেতনের ব্যাপারে বোর্ডের সঙ্গে কোনও চুক্তি হয়নি গৌতম গম্ভীরের। সাপোর্ট স্টাফ কারা হবেন, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৪ ২০:৩৩
Share:

গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।

ভারতের কোচ হিসাবে নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। তবে এখনও বেতনের ব্যাপারে বোর্ডের সঙ্গে কোনও চুক্তি হয়নি রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি গৌতম গম্ভীরের। তবে গম্ভীর নিজেই নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন, বেতন আপাতত তাঁর চিন্তা নয়। পছন্দ মতো সাপোর্ট স্টাফদের দলে নেওয়ার দিকেই আপাতত মনোযোগ দিচ্ছেন।

Advertisement

বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, “গৌতমের কাছে কোচিংয়ের দায়িত্ব নেওয়াই আসল ছিল। বেতন বা বাকি কাজ তো আর পালিয়ে যাচ্ছে না। ২০১৪ সালে রবি শাস্ত্রীর ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল। দলে যোগ দেওয়ার সময়েও রবির সঙ্গে কোনও চুক্তি হয়নি। পরে সব ঠিক হয়। গৌতমের ক্ষেত্রেও খুঁটিনাটি ব্যাপারগুলো পরে ঠান্ডা মাথায় তৈরি করা হবে। বেতন হবে রাহুল দ্রাবিড়ের মতোই।”

জানা গিয়েছে, গম্ভীরকে নিজের পছন্দ মতো সাপোর্ট স্টাফ বাছার অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) সঙ্গেও যোগাযোগ রেখে চলবেন তিনি। গম্ভীর নিজেও সে কথা কোচ হওয়ার পরেই বলেছিলেন। এনসিএ-র কোচ এবং আগামী দিনের প্রতিভাবান ক্রিকেটারদের তালিকা চাওয়া হতে পারে।

Advertisement

শোনা যাচ্ছে, কেকেআরের অভিষেক নায়ারকে সহকারী কোচ করা হতে পারে। তাঁকে গম্ভীর তো বটেই, রোহিত শর্মাও পছন্দ করেন। বোলিং কোচ হিসাবে দেখা যেতে পারে জাহির খান বা লক্ষ্মীপতি বালাজিকে। তবে গম্ভীরের পছন্দ বিনয় কুমার। ফিল্ডিং কোচ হিসাবে জন্টি রোডসের নাম ভাসছে হাওয়ায়। তবে দেশীয় কোচ নেওয়ার ব্যাপারে জোর দেওয়া হতে পারে।

শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন গম্ভীর। তবে তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফর। এ বার সেই সিরিজ়ে পাঁচটি টেস্ট হবে। টানা তিন বার অস্ট্রেলিয়ায় সিরিজ়‌ জয়ের লক্ষ্যে যাবেন রোহিতেরা। এর পর চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement